চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরো তিনজন কিশোরকে ধরার জন্য অভিযান চালাবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনে থেকে দুজনকে ধরে নিয়ে এসে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন বন ও পরিবেশবিদ্যা বিদ্যা বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ। পরে আরো একজন উত্ত্যক্তকারী আত্মসমর্পণ করেন। অভিযুক্তদের সবাই রেল ক্রসিং ও এক নাম্বার গেইট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের একটি বিভাগের ছাত্রী।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বলেন, এক ছাত্রীকে ইভটিজিং এর ঘটনায় আমরা তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। তাদের তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত আরো তিনজনকে আটকের জন্য পুলিশ অভিযান চালাবে।
প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ বলেন- ছেলেগুলো সিএনজি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। দক্ষিণ ক্যাম্পাসের ওইদিক থেকে এক আপু জিরো পয়েন্টে আসছিল। এসময় শিক্ষক ক্লাবের সামনে সিএনজি থামিয়ে তাকে উত্যক্ত করে তারা। সে সময় আমি এগিয়ে গেলে চারজন পালিয়ে যায়। আমি দুইজনকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করি। পরে তাদের আরো একজন আত্মসমর্পণ করে।