মনিকগঞ্জের সিংগাইরে র্যাপিড একশন ব্যাটালিয়ন-৩ (সিপিসি-৩) এর একটি মাদক উদ্ধার টহল গাড়িতে গুলিবর্ষণ করেছে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। আহত ২ র্যাব সদস্যকে জরুরি ভিত্তিতে ঢাকাস্থ সিএইচএম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এসময় ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটেছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাত পৌনে দুটো দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন জানান, রাতে একটি মাইক্রোবাসে র্যাবের টহল দল সিংগাইর-হেমায়েতপুর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে র্যাবের দুই সদস্য আহত হন।আহতদের ঢাকাস্থ সিএইচএম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে গুলিবিদ্ধ এক ডাকাতের লাশ। নিহত মোঃ কায়সার (৪৫) জয়পুরহাট জেলার পাচবিবি থানার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে।
মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যক্তিগত গাড়ি থামাতে সেগুলোকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ভয়ে চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা সব লুটে নিয়ে পালিয়ে যায়। র্যাবের ওপর হামলার ঘটনাটাও এমনই ছিল বলে ধারণা করেন র্যাবের ঐ কর্মকর্তা। কারণ র্যাবের আভিযানের সদস্যরা মাইক্রোবাসে ছিল। আর সন্ত্রাসীরা সেটাকে কোনো সাধারণ যাত্রিবাহী গাড়ি বলে মনে করেছে।
এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহত কায়সারের বিরুদ্ধে ০৯টি মামলা রযেছে।