Top
সর্বশেষ
সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

শেরপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মসজিদের ইমাম নিহত

২৩ এপ্রিল, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
শেরপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মসজিদের ইমাম নিহত
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপু‌রের শ্রীবরদীতে সিএন‌জি-মোটরসাইকেল সংঘ‌র্ষে মোরাদ মিয়া (২৫) না‌মে এক মস‌জি‌দের ইমাম নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আ‌রো দুইজন।

শনিবার (২৩ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার শেখ‌দি এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত মোরাদ কলাকান্দা গ্রামের আঃ লতিফের ছেলে। আহতরা হলেন- চককাউরিয়া গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে মোঃ খায়ের উদ্দিন (৫০) ও খায়েরের শিশু পুত্র আমির হামজা (১০)।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, মোরাদ মিয়া, খায়ের ও খায়েরের শিশু সন্তান আমির হামজাকে সা‌থে নি‌য়ে শ্রীবরদী বাজার থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে উপ‌জেলার মাটিয়াকুড়ার উ‌দ্দে‌শ্যে যা‌চ্ছি‌ল। এসময় শেখ‌দি এলাকায় পৌঁছলে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে দায়িত্বরত ডাক্তার মোরাদকে মৃত ঘোষণা করেন। আর আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌দের‌কে জেলা সদর হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

এ ব‌্যাপা‌রে শ্রীবরদী থানার অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ে‌ছে।

শেয়ার