পরিচালনা পর্ষদে তিন নতুন মুখ পেয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। পর্ষদ পরিচালক হিসাবে সরকার তাদের ব্যাংকটিতে নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
সোমবার (২৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন মুখ হিসাবে নিয়োগপ্রাপ্তরা হলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক শামছুল আলম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান।
প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের সবাই পর্ষদে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছর অথবা তাদের পিআরএল-এ যাওয়ার আগ পর্যন্ত (যার পিআরএল আগে হয়) এই দায়িত্ব পালন করবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০ এর ১০ (১) (খ) এবং ১০(৩) ধারা অনুযায়ী সরকার এই তিন পরিচালকের নিয়োগ দেয়।