Top

নেত্রকোণা’র হাওরাঞ্চলে বাঁধ কাটা আ’লীগ নেতাকে খুঁজছে পুলিশ

২৮ এপ্রিল, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
নেত্রকোণা’র হাওরাঞ্চলে বাঁধ কাটা আ’লীগ নেতাকে খুঁজছে পুলিশ
নেত্রকোণা প্রতিনিধি :

হাওড়ের ফসলরক্ষা বাঁধ কেটে দেয়ার মামলার আসামি খালিয়াজুরী উপজেলার সেই বিতর্কিত আওয়ামী লীগ নেতা লোকমান হেকিমসহ ১৭ জনের কাউকে এখনও (বুধবার সন্ধ্যা পর্যন্ত) গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ কারণে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের দাবি, লোকমানসহ অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাদের খুঁজছে ধরার জন্য।

জানা গেছে, গত সোমবার রাতে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলাটির মেন্দিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জগন্নাথপুর গ্রামের লোকমান হেকিম এবং মেন্দিপুর আওয়ামী লীগের সভাপতি একই গ্রামের রেজাউল কবিরসহ কিছু লোক জগন্নাথপুর এলাকার নন্দের পেটনা এলাকার ফসল রক্ষা বাঁধটি কেটে দেন।

স্থানীয়রা জানান, নন্দের পেটনা এলাকায় লোকমান হেকিমের একটি জলমহাল আছে। ‘ইসলামপুর মৎস্যজীবী সমিতি’ নামে একটি মৎস্যজীবী সংগঠনের নামে ইজারা বন্দোবস্ত নেয়া হলেও প্রকৃতপক্ষে এটি তিনি সাহ-লিজের মাধ্যমে নিজে ভোগদখল করেন। জলমহালটিতে হাওড়ের পানি ও মাছ ঢোকাতে রাতের আঁধারে তিনি লোকজন দিয়ে বাঁধটি কেটে দেন। এতে আশপাশের হাওড়ের পানি ঢুকে খালিয়াজুরী ও মদন উপজেলার কয়েকটি হাওড়ের উঠতি বোরো ফসল মারাত্মক হুমকির মুখে পড়ে। এদিকে, বাঁধ কেটে দেয়ার খবরে রাতেই কৃষকরা জড়ো হয়ে লোকমান হেকিমকে ধাওয়া করেন। এ সময় লোকমান তার মোটরসাইকেল ফেলে দৌড়ে আত্মরক্ষা করেন।

এ ঘটনায় বুধবার পাউবোর উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বাদী হয়ে লোকমান ও রেজাউলসহ ১৭ জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন। মামলায় সরকারী সম্পদ ও ফসলের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।

খালিয়াজুরী থানার ওসি মুজিবুর রহমান জানান, মামলার পরপরই লোকমান ও রেজাউলসহ তার সাঙ্গপাঙ্গরা সবই গা ঢাকা দিয়েছেন। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি মামলাটিরও তদন্ত করা হচ্ছে। তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, ঘটনার পরদিনও লোকমান এলাকায় ছিল। তখন পুলিশ চাইলে ধরতে পারত। মামলার খবর পেয়েই পালিয়ে গেছে।

মামলায় অভিযুক্ত লোকমান হেকিম আওয়ামী লীগে যোগদানের আগে তিনি প্রথমে যুবদল ও পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকে লড়েও পরাজিত হন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, পাউবো, উপজেলা প্রশাসন ও স্থানীয় কৃষকদের চেষ্টায় বুধবার সকাল নাগাদ ফসল রক্ষা বাঁধটি সম্পূর্ণভাবে মেরামত করা সম্ভব হয়েছে। বাঁশ, মাটি, বালু, জিও ব্যাগ, চাটাই ও খড় ফেলে বাঁধটি মেরামত করা হয়। খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, বাঁধটি রক্ষার ফলে খালিয়াজুরি ও মদনের বিভিন্ন হাওরে প্রায় ২শ ৫০ হেক্টর জমির বোরো ধান রক্ষা পেয়েছে।

 

শেয়ার