Top

প্রেসিডেন্ট’স রোভার স্কাউটস অ্যাওয়ার্ড পেলেন ঢাকা কলেজের তারেক

১২ জানুয়ারি, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
প্রেসিডেন্ট’স রোভার স্কাউটস অ্যাওয়ার্ড পেলেন ঢাকা কলেজের তারেক
ঢাকা কলেজ প্রতিনিধি :

“প্রেসিডেন্ট’স রোভার স্কাউটস অ্যাওয়ার্ডের” জন্য মনোনীত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ রোভার স্কাউটসের সদস্য রোভার মেট কে এম তারেক আজিজ সুমন।

সোমবার (১১ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিম স্বাক্ষরিত এক চিঠিতে তারেকসহ সারাদেশের মোট ১৪ জনকে রোভার স্কাউটস সদস্যকে প্রেসিডেন্ট’স রোভার অ্যাওয়ার্ড মনোনীত করা হয়।

এ অর্জনে অনুভূতি প্রকাশ করে তারেক বলেন, স্কাউটিং এর সম্প্রসারণে কাজ করব এবং মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শ নাগরিক হিসেবে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করব।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ স্কাউটিং এ অনন্য একটি গ্রুপ। দক্ষ রোভার লিডারদের নিবিড় তত্বাবধানে ঢাকা কলেজ এর রোভাররা জাতীয় পর্যায়ে সফল হচ্ছে। ঢাকা কলেজ প্রশাসন ঢাকা কলেজ রোভার স্কাউট এর সার্বিক উন্নয়নে অবদান রেখে চলছে।

তারেক ঢাকা কলেজের এমবিএর শিক্ষার্থী ও সিনিয়র রোভার মেট, ঢাকা কলেজ রোভার স্কাউটস। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।

প্রসঙ্গত, এ পর্যন্ত ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে মোট ৮ জন রোভার প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে।

এমএইচ

শেয়ার