Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কোম্পানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু

০৬ মে, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নের দু পক্ষের মারামারি থামাতে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মো শাহ আলম (৬২) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এর আগে ওইদিন বিকেল পাঁচটার দিকে চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর নবনির্মিত কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় স্টোক করেন তিনি। মৃত ইউপি সদস্য মো শাহ আলম চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও মৃত মমিন উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় যুবক ফাহাদের চাচাতো ভাই মানিক বিভিন্ন মেয়েদের ছবি তোলে। তা দেখে বাধা দেয় ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীন (২৪)। এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মানিকের জেঠাতো ভাই ফাহাদ (৩২) তার দলবল নিয়ে ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীন সহ কয়েকজনের ওপর হামলা চালায়। এসময় ফাহাদের হাতে একটি দেশীয় বন্দুক ও অন্যদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। পরে ইউপি সদস্যের ছেলে শাহীনের বন্ধুবান্ধবরা একত্রিত হয়ে ফাহাদ ও তার দলবলকে ধাওয়া করে। ছেলের সাথে প্রতিপক্ষের মারামারির খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে পৌঁছলে ফাহাদদের গ্রুপের কয়েকজন তাঁকে ধাক্কা দেয়। এসময় তিনি মাটিতে পড়ে যান এবং তখন তাঁর বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করার কথা জানালে সিএনজি যোগে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ ছিলো না। তাই তারা বিনা ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে গেছে।
শেয়ার