Top

চাঁপাইনবাবগঞ্জে পেট্রল-অকটেনের সংকটে তেল বিক্রি বন্ধ

০৮ মে, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পেট্রল-অকটেনের সংকটে তেল বিক্রি বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেট্রোল-অকটেনের সংকটের কারন দেখিয়ে ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। শিবগঞ্জ উপজেলার পাম্পগুলোতে তীব্র সংকটের কথা বলছে সংশ্লিষ্টরা৷ এমনকি রবিবার (০৮ মে) সকাল ১০টা থেকে পাম্প বন্ধ রেখেছেন মেসার্স শিবগঞ্জ ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি ফুয়েল স্টেশন। তবে জানা গেছে, শিবগঞ্জ ছাড়াও সদর উপজেলা ও গোমস্তাপুরে তেলের সংকটের কারন দেখিয়ে কম পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।

এছাড়াও তেল সংকটের কথা জানিয়ে বেশিরভাগ মানুষকেই ফিরিয়ে দিচ্ছে শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ির কেয়া ফিলিং স্টেশন ও ছত্রাজিতপুরের প্রিয়া ফিলিং স্টেশন। তবে অতীব জরুরি হলে বা তেল শেষ হয়ে মোটরসাইকেল চালকদেরকে সর্বোচ্চ ১০০ টাকার পেট্রোল বা অকটেন বিক্রি করা হচ্ছে পাম্প থেকে।

পাম্প মালিকদের দাবি, ইদের পর থেকে সারাদেশেই পেট্রোল-অকটেনের সংকট চলছে। চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। তাই বাধ্য পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রেখেছেন তারা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাম্প মালিকরা। অন্যদিকে, মোটরসাইকেল চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করতেই অবৈধ মজুত করছেন পাম্প মালিকরা। দাম বাড়ানোর জন্যই এমন করছেন তারা।

শিবগঞ্জ ফিলিং স্টেশনে এসে তেল না পেয়ে ফিরে এসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহান মাহমুদ। তিনি বলেন, বিষয়টি আমাদের বুঝা খুব মুশকিল। ইদের পর থেকেই দু-এক দিন পরপরই হঠাৎ পাম্পে তেল দেয়া বন্ধ করে দিচ্ছে। এখানে এসে দেখি দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাম্পের কর্মীরা বলছেন, তেল নাই, তাই বন্ধ করে দেয়া হয়েছে। কালকে না হলে তেল পাওয়া যাবে না।

শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ির কেয়া ফিলিং স্টেশনে এসে ১০০ টাকার পেট্রোল পেয়েছেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি জানান, এগুলো তেলের দাম বাড়ানোর পায়তারা ছাড়া আর কিছুই নয়। সংকটের অযুহাতে তেল বিক্রি করছেন না পাম্প মালিকরা। এসব ব্যাপারে প্রশাসনের আরও কঠোর তদারকি প্রয়োজন।

মোবাইল ব্যাংকিং-এ কাজ করেন রাজিবুল হক। তিনি বলেন, পাম্পে তো তেল বিক্রি বন্ধই, আবার দোকানেও খুচরা বাজারে তেল পায় না। শিবগঞ্জ উপজেলার প্রায় সবগুলো পাম্পেই তেল বিক্রি বন্ধ। কেথাও কোথাও অনেক অনুরোধের পর দিলেও ১০০ টাকার বেশি দিচ্ছে না। এনিয়ে মোটরসাইকেল চালকরা বড় সমস্যায় পড়েছে।

শিবগঞ্জ ফিলিং স্টেশনের মালিক জাহিরুল কাইয়ুম বাবর বলেন, আমরা ডিপো থেকেই চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছি না। তাই বাধ্য হয়েই ইদের পর পেট্রোল-অকটেন বিক্রি একাধিকবার বন্ধ করেছি। আমাদের পাম্পে চাহিদা সাড়ে ১৩ হাজার লিটার, অথচ পেয়েছি ৩ হাজার লিটার। এনিয়ে আমরাই বিশাল ক্ষতির মধ্যে পড়েছি। কারন শ্রমিকরা সকাল ১০টা থেকে কাজ ছাড়াই বসে আছি।

অবৈধ মজুতের বিষয়টি অস্বীকার করে তিনি আরও বলেন, প্রত্যেক পাম্প সরাসরি জেলা প্রশাসন তদারকি করে। অতএব, কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে মজুতের কোন সুযোগ নেই। প্রতিদিনের তেল বিক্রির সঠিক তথ্য জেলা প্রশাসনকে অবহিত করতে হয়। তাছাড়া এককভাবে তেলের দাম বাড়ানোর আমাদের কোন সুযোগ নেই।

নাম প্রকাশ না করার শর্তে কেয়া ফিলিং স্টেশনের এক কর্মী জানান, ডিপো থেকেই সরবরাহ কম। তাই তেল দিতে পারছি না। ইদের পর গত ৪ দিনে অন্তত ৩ বার তেল বিক্রি বন্ধ করা হয়েছে। মালিক বলছে, তেলের চাহিদা অনুযায়ী পাচ্ছি না। তাই বিক্রি বন্ধ করতে হচ্ছে।

গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকার মেসার্স রায়হান ফিলিং ষ্টেশনের মালিক রায়হান আলী বলেন, গতকাল বিকেল থেকেই এখানকার কোন ফুয়েল ষ্টেশনেই তেল নেই। তবে আমাদের কাছে এক হাজার লিটার পেট্রোল তেল ছিল। কিন্তু সকাল থেকে এতো মোটরসাইকেল তেল নিতে এসেছে, যে দুপুরেই শেষ হয়ে গেছে। সিরাজগঞ্জ ডিপোতে কথা বলেছি। পরশু ছড়া তেল তারা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নাহালা ফিলিং স্টেশনের ম্যানেজার জুয়েল আলী জানান, আমরা যে পরিমাণ চাহিদা দিচ্ছে, সে অনুযায়ী তেল সরবরাহ পাচ্ছি না। তারপরেও এখন পর্যন্ত পাম্পে তেল বিক্রি বন্ধ করিনি। তবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী না দিতে পারলেও ১০০-২০০ টাকার তেল দিয়েই বিদায় করছি।

জেলা প্রশাসক একেএম গালিভ খান মুঠোফোনে বলেন, ইদের পর তেলের সংকটের কারনে সরবরাহ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তদারকি করতে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি, বাঘাবাড়ি ডিপো থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনের উদ্দেশ্যে গাড়ি রওনা দিয়েছে। আশা করি, রবিবার (০৮ মে) রাতের মধ্যেই গাড়িগুলো পৌঁছালে জেলায় তেলের সংকট থাকবে না।

শেয়ার