কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে প্রণোদনা হিসেবে ভর্তুকি সুদে ২০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের ঘোষণা দেয় সরকার। করোনাকালে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় এ প্রণোদণা তহবিল ঘোষণা করে। তবে প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় এ ঋণ বিতরণের গতি খুবই শ্লথ। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দ্বিতীয় দফার ঋণ বিতরণের হার মাত্র ৪৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পে চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৯ হাজার ৮৩০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা মোট লক্ষ্যমাত্রার ৪৯ দশমিক ২৭ শতাংশ।
প্রণোদনার দ্বিতীয় ধাপে ১৯ হাজার ৩৪০ কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর বিতরণের হার ৪০ শতাংশের নিচে। এ ঋণ বিতরণ তদারকি আরও জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিএমএসএমই ঋণ বিতরণে অনেক পিছিয়ে আছে ব্যাংকগুলো। প্রথম দফার চেয়ে ঋণ বিতরণও অনেক কম। তবে অন্য সময়ের মতো শেষ দুই মাসে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ খাতে প্রণোদনা ঋণ বিতরণ বাড়িয়ে থাকে ব্যাংকগুলো। এ দুই মাস ঋণ বিতরণ বাড়তে থাকলে গত বছরের পর্যায় চলে যাবে। ঐ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তাগিদের পর গত ২ মাসে দ্বিতীয় দফার প্রণোদনা ঋণ বিতরণের অগ্রগতি বাড়িয়েছে ব্যাংকগুলো।
সিএমএসএমই খাতে প্রথম পর্যায়ে (২০২০-২১) ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ অর্জন করে। কিন্তু দ্বিতীয় ধাপে ১০ মাসে এ খাতে মোট লক্ষ্যমাত্রার ৪৯ দশমিক ২৭ শতাংশ ঋণ বিতরণ করেছে, অঙ্কে যার পরিমাণ ৯ হাজার ৮৩০ কোটি। এর মধ্যে নারী উদ্যোক্তা চার হাজার ৫৮০ জন এবং পুরুষ উদ্যোক্তা ৫১ হাজার ৪৯০ জন। একক মাস হিসেবে এপ্রিলে সিএমএসএমই খাতে ৯৫০ কোটি টাকা বিতরণ করা হয়।
চলতি (২০২১-২২) অর্থবছরের প্রথম ১০ মাস পর্যন্ত সিএমএসএমই খাতে ঋণ অনুমোদন করা হয় ১০ হাজার ১৪৮ কোটি টাকা ৫৭ হাজার ১০১ জন গ্রাহকের মধ্যে, যা মোট লক্ষ্যমাত্রার ৫১ শতাংশ।
নীতি অনুযায়ী ব্যাংকগুলো প্রণোদনা তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে ছোট-মাঝারি ও কুটির শিল্প খাতের শিল্পোদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেবে। এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ৪ দশমিক ৫ শতাংশ পরিশোধ করবে ঋণগ্রহীতা প্রতিষ্ঠান। বাকি ৪ দশমিক ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দেবে।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারিতে আর্থিক ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য দ্বিতীয় ধাপে প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে সরকার।