Top

ডলারের দাম আরও একদফায় বাড়ল ২৫ পয়সা

১০ মে, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
ডলারের দাম আরও একদফায় বাড়ল ২৫ পয়সা
নিজস্ব প্রতিবেদক :

দুই সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও এক দফা কমল। এক দিনেই ২৫ পয়সা দর হারাল টাকা। গত সোমবার আন্তব্যাংক মুদ্রাবাজারে এক ডলারের জন্য ৮৬ টাকা ৪৫ পয়সা খরচ করতে হয়েছিল; আজ মঙ্গলবার লেগেছে ৮৬ টাকা ৭০ পয়সা। খোলাবাজারের ডলারের দাম আরও চড়া, প্রায় ৯৩ টাকা। এছাড়া ব্যাংকেও নগদ ডলারের দাম এখন ৯২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত চার বার বেড়েছে ডলারের দাম। গত ৯ জানুয়ারি টাকার বিপরীতে ডলারের দর ২০ পয়সা বেড়ে ৮৬ টাকায় ওঠে। মার্চে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে দর ৮৬.২০ টাকা হয়, এপ্রিলের শেষ এসে ২৫ পয়সা বেড়ে ডলারের দাম উঠে ৮৬ টাকা ৪৫ পয়সা। আর সবশেষ গতকাল আরও ২৫ পয়সা বেড়ে ডলারের দাম উঠে ৮৬ টাকা ৭০ পয়সা।

খাত সংশ্লিষ্টরা জানান, দেশে আমদানির চাপ ব্যাপক হারে বেড়েছে। সেই অনুযায়ী প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানি আয় বাড়েনি। যার কারণে আমাদনির দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে। ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে করে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম।

মহামারির মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে ৮৪ টাকা ৮০ পয়সায় ‘স্থির’ ছিল ডলারের দর। গত বছরের ৫ আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে ৮৫ টাকা ৮০ পয়সায় ওঠার পর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ওই একই দর ছিল। এরপর থেকে তা আবার বাড়তে শুরু করে। এরপর চলতি বছরের ৯ জানুয়ারি তা বেড়ে ৮৬ টাকায় পৌঁছায়। এরপর ২২ মার্চ পর্যন্ত এ রেটেই স্থির ছিল। পরে গত ২৩ মার্চ আন্তঃব্যাংকে আরও ২০ পয়সা বেড়ে ৮৬ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। ২৭ এপ্রিল আ‌রও ২৫ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ১০ মে আরও ২৫ পয়সা বাড়ে। ফলে এখন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম গিয়ে ঠেকেছে ৮৬ টাকা ৭০ পয়সা। যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড মূল্য। অর্থাৎ গত ৯ মাসের ব্যবধানে প্রতি ডলারে দর বেড়েছে এক টাকা ৯০ পয়সা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, আগে থেকেই বাজারে ডলারের অনেক চাহিদা ছিল। বাজারে ডলারের দামের সঙ্গে টাকার কিছুটা বৈসাদৃশ্য ছিল। এর ফলে মার্কেটে যাদের কাছে ডলার ছিল তারা ছাড়তে চাচ্ছিল না। তাই ডলারের দাম  কিছুটা বাড়িয়ে সমন্বয় করা হয়েছে। যাতে করে যারা রপ্তানি করবে এবং রেমিট্যান্স পাঠাবে তারা সুবিধা পায়। এই দু’টি  বিষয় মাথায় রেখে ডলারের দাম বাড়ানো হয়েছে।

দুই সপ্তাহের ব্যবধানে দুইবার দাম বাড়ানো টা অস্বভাবিক কি না জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, এটা অস্বাভাবিক না। যেহেতু বাজার বিশ্লেষণ করে করা হয়, তখন তো এটা হতেই পারে।

ব্যাংকগুলোর চাহিদা মেটাতে প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব মিলিয়ে ৪৬০ কোটি (৪.৬০ বিলিয়ন) ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে যে দরে ডলার বিক্রি বা কেনে তাকে আন্তব্যাংক লেনদেন ব্যাংক রেট বলে। ব্যাংকগুলোও একে অন্যের কাছ থেকে এই রেটে ডলার কেনাবেচা করে থাকে। চাহিদা বাড়ার সুযোগ নিয়ে ব্যাংকগুলো এই দরের চেয়ে সাড়ে চার-পাঁচ টাকা বেশি দামে ডলার বিক্রি করছে। কিন্তু, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ব্যবধান কখনোই এক থেকে-দেড় টাকার বেশি হওয়ার কথা নয়।

শেয়ার