Top

দেশের মাথাপিছু আয় ২৮২৪ ডলার

১০ মে, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ
দেশের মাথাপিছু আয় ২৮২৪ ডলার

২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে ২০-২১ যা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

২০২০-২১ অর্থবছরের তুলনায় এ বছর (২০২১-২২) মানুষের মাথাপিছু আয় বেড়েছে ২১ হাজার ৭৩২ কোটি টাকা। মার্চ পর্যন্ত মাথাপিছু আয়-এর এই হিসাব (সাময়িক) প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত বছরের শেষে মানুষের মাথাপিছু আয় ছিল ২৫৯১ ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। এই অর্থবছর শেষে সেটি হবে ২৮২৪ ডলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এর আগের অর্থবছর ২০১৯-২০-এ মাথাপিছু আয় ছিল ২৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯  টাকা।

শেয়ার