Top

চুরাবালির মতো ডিপ্রেশন” লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১১ মে, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ
চুরাবালির মতো ডিপ্রেশন” লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
মাহবুব হুসাইন,রাজশাহী :

চিরকুট লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের সাদিয়া তাবাসসুম নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(১০ মে) দুপুরে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।

আত্মহত্যা করা তাবাসসুম গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহবুব রশিদ ফারুকের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড.সোহেল কবির। তিনি জানান, ঘটনাটি সমপর্কে জেনেছি।এটা খুব হতাশাজনক। আমাদের একজন শিক্ষার্থী এভাবে মারা যাবে, আমরা ভাবতেও পারেনি। তবে কি কারণে আত্মহত্যা করেছে সঠিক কারণ বলতে পারছি না।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে সাদিয়া তার বাবার ডায়েরিতে লিখেছে- ‘চুরাবালির মতো ডিপ্রেশন, বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই, গ্রাস করে নিচ্ছে জীবন, মেনে নিতে পারছি না।’ দুপুরে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চাচা মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবীর উদ্দিন জানান, সাদিয়ার ইচ্ছা ছিল মেডিকেলে পড়বে। চান্স পায়নি, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

কিন্তু এরপরও তার মধ্যে বিষন্নতা দেখা যেত। এবার তার আরেক পরিচিতজন মেডিকেলে চান্স পায়। এ নিয়ে সে ব্যাপকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে এ জন্য চিকিৎসা করানো হচ্ছিল।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বিষন্নতায় দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে। ঘটনার তদন্ত চলছে।

শেয়ার