কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগাচাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে বুধবার (১১মে) সকালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়ার নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম হিরণ ইউনিয়নের মাঝবাড়ি বিলে করিমোননেছা নামে এক হতদরিদ্রের ১ বিঘা জমির ধান কেটে দেয়।
এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
হতদরিদ্র করিমোননেছা বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া বলেন, বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তাই আমরা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নির্দেশক্রমে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি।