সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান বলেছেন, জাতীয় মহাসড়ক যান চলাচলের জন্য, অবৈধ যান চলাচল বা কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়। আমরা সারা বছর মহাসড়কে অভিযান পরিচালনা করছি।
গাছের গুড়ি, খড়কুটো, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছি, অবৈধ যানবাহন অটোভ্যান, ইজিবাইক, নসিমন, ভটভটি চলাচলে বাধা প্রদান করছি। তারপরেও কেউই থামছে না। মানুষ যদি সচেতন না হয়, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করে এবং গাছের গুড়ি, খড়কুটো, অবৈধ স্থাপনা করে মহাসড়ক নিজের সম্পত্তির মতো ব্যবহার থেকে বিরত না থাকে তাহলে মহাসড়কে দূর্ঘটনা কমানো কোনভাবেই সম্ভব হবেনা।
রবিবার (১৫ মে) দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা শনিবার সড়ক দূর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রধান প্রকৌশলী আরো বলেন, মহাসড়কে দূর্ঘটনায় প্রানহানি কমাতে সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ স্থাপনা নির্মানের প্রতিযোগীতা ও অবৈধ যানবাহন অ চলাচল বন্ধ করতে হবে। মহাসড়ক নিজের বাড়ির উঠান মনে করে ব্যবহার করা যাবে না।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, মো: মঈনুল হাসান, মো: রেজাউল করিম, গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।