স্বীকৃত ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে বাধ্যতামূলকভাবে আমদানি পণ্যের ভ্যাসেল বা কন্টেইনার ট্র্যাকিং করার জন্য নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৭ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠিয়েছে।
আমদানি পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হওয়ার লক্ষ্যে ট্র্যাকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে ব্যাংক পণ্য পরিবহনের বিষয় নিশ্চিত হতে পারবে।
এর আগে গত ২০ এপ্রিল রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ট্র্যাকিং পদ্ধতি বাধ্যতামূলক ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।