আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে মনোনয়ন পেলে নির্বাচনে লড়তে চান আইরিন পারভীন খন্দকার। তিনি মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক খন্দকারের মেয়ে। শনিবার (২১ মে) সকালে নিজ বাড়ীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
আইরিন পারভীন খন্দকার বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক খন্দকার মিরসরাই আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ঘনিষ্ট সহচর ও একনিষ্ঠ কর্মী ছিলেন।’
নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। পারিবারিকভাবে বাবার হাত ধরে ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। পারিবারিক কারণে ইউএসএ থাকলেও ওখানে থেকে দলীয় সকল কর্মসূচীতে সক্রিয় ভাবে জড়িত রয়েছি। করোনাকালীন সময়ে নিজ এলাকায় এসে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিলাম। বিগত কয়েকটি সংসদ নির্বাচনে মিরসরাইতে বিএনপির কোন শক্তিশালী প্রার্থী ছিলো না। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে মিরসরাই আসনটি দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক আমি যোগাযোগ রেখেছি। দল যে সিদ্ধান্ত দেবে আমি সেটি মেনে নিবো।’
প্রসঙ্গত, আইরিন পারভীন খন্দকার চট্টগ্রামের মহিলা কলেজ থেকে স্নাতক শেষ করে আমেরিকার কুইনস কলেজ থেকে পুনরায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন।