স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাও‘র কাছে হেরে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মালাগায় দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে আথলেতিক বিলবাও। এই ম্যাচ জয়ের কারণে শিরোপা লড়াইয়ে তাদের সামনে আছে বার্সেলোনা।
ম্যাচের দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখলেও জোরালো কোনো আক্রমণ করতে পারেনি রিয়াল। তবে ১৮তম মিনিটে গোল পেয়ে যায় আথলেতিক বিলবাও। ডি-বক্সের ভেতরে বল পেয়ে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন রাউল গার্সিয়া।
৩৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। অবশ্য ম্যাচের ৭৩তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল প্রতিপক্ষের পা ছুঁয়ে গোলমুখে পেয়ে টোকায় জালে জড়ান বেনজেমা।
এরপর আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেললেও কোনো গোল পায়নি রিয়েল মাদ্রিদ। ৯০ মিনিট শেষ হওয়ার পর ৯ মিনিট অতিরিক্ত সময় পেলেও কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিলবাও। ম্যাচ পরাজয়ের কারণে সেমিতেই ছিটকে গেলো রিয়াল। এর ফলে ভক্তদের বহুল প্রতীক্ষিত রিয়াল বনাম বার্সেলোনার ফাইনাল দেখা এবারের মতো হচ্ছে না।