Top

কর্ণফুলীতে ফিশিং ট্রলারের ধাক্কায় সাম্পান ডুবি, নিখোঁজ ১

২২ মে, ২০২২ ১:২০ অপরাহ্ণ
কর্ণফুলীতে ফিশিং ট্রলারের ধাক্কায় সাম্পান ডুবি, নিখোঁজ ১
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড়ে আসার সময় একটি সাম্পান নোঙর করে থাকা এফভি পারটেক্স -১ ফিশিং ট্রলারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

এ সময় সাম্পানের সব যাত্রী তীরে উঠতে পারলেও মো. সোহাগ (১৭) নিখোঁজ হয়। সে কুমিল্লা জেলার লাকসাম কুলতি এলাকার মো. করিমের পুত্র। শনিবার (২১ মে) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডুবে যাওয়া সাম্পানে যাত্রীসহ মোট ২০ জন ছিলেন। এর মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও মো. সোহাগ (১৭) নামে এক কিশোর নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। সোহাগ কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মো. করিমের ছেলে।

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড়ে যাত্রী নিয়ে আসার সময় একটি সাম্পান নোঙর করে থাকা এফভি পারটেক্স-১ ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। নৌকায় থাকা ১৯ যাত্রী তীরে উঠতে পারলেও সোহাগ সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে

শেয়ার