রংপুর চিড়িয়াখানার উটপাখিটি আবার ডিম দিয়েছে। শনিবার কোনো এক সময়ে ডিমটি দিয়েছে উটপাখিটি। এর আগে আরও দুটি ডিম দিলেও পরুষ সঙ্গীর অভাবে বাচ্চা দিতে পারছে না পাখিটি। দুই বছরে উটপাখিটি ১০-১২টি ডিম দিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই ডিমগুলো ভেঙে শুধু খোসা সংরক্ষণে রাখছে।
উটপাখির ডিমে তা দেওয়ার কাজটি মূলত করে থাকে পরুষ উটপাখি। আর রংপুর চিড়িয়াখানায় কোনো পুরুষ উটপাখি না থাকায় ডিমগুলো ফুটে বাচ্চা হচ্ছে না।
দর্শনার্থীরা বলছেন, উটপাখির বংশ বিস্তারের জন্য একটি পুরুষ উটপাখি জরুরী হয়ে পড়েছে। উটপাখির জোড়া থাকলে এতো দিনে খাঁচায় পাখির সংখ্যা আরও বেড়ে যেত। ডিমগুলো ফোটানোর জন্য পরুষ পাখির দরকার।
রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৩ বছর আগে ঢাকা চিড়িয়াখানা থেকে ৬ মাস বয়সী একটি পুরুষ এবং একটি মেয়ে উটপাখি আনা হয়। গত দুই বছর আগে মারা যায় পুরুষ উটপাখিটি। তখন থেকেই একা দিন কাটছে পাখিটির। গত দুই বছরে এক ডজনের বেশি ডিম দিলেও পরুষ সঙ্গী না থাকায় বাচ্চা ফোটেনি।
চিড়িয়াখানার জু অফিসার ডা. এইচ এম শাহাদাৎ শাহিন জানান, ২০১৯ সালের ২৮ মার্চ ঢাকা থেকে তিন মাস বয়সী বাচ্চা উটপাখিটি আনা হয়। দুই বছর পর গত মাস থেকে ডিম দেওয়া শুরু করেছে পাখিটি। এখন পর্যন্ত ১০-১২টি ডিম দিয়েছে এই উটপাখিটি। যার একেকটি ডিমের ওজন পপ্রায় দেড় কেজি।