Top

শিশু ও নারী উন্নয়নে সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম বিষয়ে কর্মশালা 

২৬ মে, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
শিশু ও নারী উন্নয়নে সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম বিষয়ে কর্মশালা 
মাগুরা প্রতিনিধি :

 শিশু ও নারী উন্নয়নে সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম বিষয়ে মাগুরা জেলা তথ্য বিভাগ আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালা  বৃহস্পতিবার (২৬মে) মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মহাম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আব্দুলস্নাহেল কাফী আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধন করেন। জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মহাম্মপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল ওরিয়েন্টেশন কর্মশালার সভাপতিত্ব করেন। ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক মো: কামরম্নজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড অফিসার মো: ফরিদুজ্জামান।

কর্মশালায় জেলার নেতৃস’ানীয় ব্যাক্তিবর্গ, স’ানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সমাজ কর্মি সহ ৪০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহন করেন।

কর্মশালায় বক্তাগন বর্তমান সরকারের গৃহীত নারী ও শিশু উন্নয়ন বিষয়ে, করোনা ভাইরাস সংক্রমন রোধে করনীয়, গুজব, মাদক ও জঙ্গিবাদ বিরোধী গনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ড়্গমতায়ন কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, জন্মনিবন্ধন, মা ও শিশু স্বাস’্য এবং নিরাপদ মাতৃত্ব নিয়ে আলোচনা করেন।

শেয়ার