Top

ডলারের দাম বাড়ল আরও ৯০ পয়সা

০২ জুন, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
ডলারের দাম বাড়ল আরও ৯০ পয়সা
নিজস্ব প্রতিবেদক :

ডলারের বিপরীতে টাকার দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। এর আগে সর্বশেষ গত সোমবার ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমানো হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৮৯ টাকা ৯০ পয়সা দরে আজ ডলার বিক্রি করা হয়েছে। আগে যা ছিল ৮৯ টাকা।’

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারির শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এরপর ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা, ২৭ এপ্রিল আরও ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৪৫ পয়সা, ৯ মে ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা, ১৬ মে ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা, ২৩ মে ডলারের দাম আরও ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়। আর গত সোমবার ডলারের দাম ১ টাকা ১০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছে।

শেয়ার