সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মানহানির অভিযোগে চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
১ জুন ডা. তুষারকে ওই আইনি নোটিশ পাঠায় সংগঠনটি।
আব্দুন নূর তুষার গত ২৭ মে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিজনেস স্ট্যান্ডার্ডের একটি নিবন্ধ শেয়ার করেন, যেটির শিরোনাম “বাংলাদেশ ব্যাংকের জিএম, ডিজিএমের পদ পরিবর্তন।”
নোটিশ অনুসারে, নিবন্ধটি শেয়ার করার সময় তিনি মানহানিকর শব্দ ব্যবহার করে লিখেছেন “আপনি যে নামেই ডাকুন না কেন- ভেড়া, ভেড়াই। চোর তো চোরই, তারা যে পেশাতেই থাকুক না কেন।”
বাণিজ্য প্রতিদিন ওই নোটিশের একটি কপি পেয়েছে।
নোটিশ অনুসারে, বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল ডা. তুষারকে আইনি নোটিশে বলেছে, এখনও ওই পোস্টটি আপনার ফেসবুক প্রোফাইলে দৃশ্যমান। তাই আমরা আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে আপনাকে “আপনি যে নামেই ডাকুন না কেন- ভেড়া, ভেড়াই” এবং চোর তো চোরই, তারা যে পেশাতেই থাকুক না কেন” শিরোনামের মিথ্যা এবং মানহানিকর অভিযোগ সম্বলিত ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলার অনুরোধ করছি।
একইসঙ্গে আইনি নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ক্ষমা পার্থনারও অনুরোধ করেছে কাউন্সিল।