Top

চলতি বছরে টাকার মান কমেছে ৯ বার

০৬ জুন, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
চলতি বছরে টাকার মান কমেছে ৯ বার
নিজস্ব প্রতিবেদক :

বাজারের উপর ডলারের দাম বৃদ্ধি ছেড়ে দেওয়ার পর আরও কমল টাকার মান। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর এক দিনে রেকর্ড ২ টাকা ৫ পয়সা বাড়াল বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি বছরের ডলারের বিপরীতে টাকার মান হারালো ৯ বার। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ থেকে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা। এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমানো হয়। ওইদিন প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

তবে ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে পাঁচ থেকে ছয় টাকা বেশি দরে। ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি করছে ৯৭ থেকে ৯৮ টাকায়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাজারের পরিস্থিতি বিবেচনা করেই দাম ঠিক করা হয়েছে। বাজারের চাহিদা ও সরবরাহে ভারসাম্য রাখতে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করতে বাধ্য হয়েছে।

এর আগে, দেশে বেশি রেমিট্যান্স আনতে গত বৃহস্পতিবার ডলারের দামের সীমা তুলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। এর পর থেকে দুই দফায় মার্কিন এ মুদ্রাটির দাম বাড়ানো হলো আড়াই টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম থেকেই ডলারের দাম বাড়া শুরু হয়। ছয় মাসে বেড়েছে নয়বার। গত ৯ জানুয়ারিতে ডলারে দাম বেড়ে ৮৬ টাকায় পৌঁছে। এরপর ২২ মার্চ পর্যন্ত এ দরেই স্থির ছিল। পরে গত ২৩ মার্চ আন্তঃব্যাংকে আরও ২০ পয়সা বেড়ে ৮৬ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। ২৭ এপ্রিল আ‌রও ২৫ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা।

১০ মে ২৫ পয়সা, ১৬ মে ৮০ পয়সা ও ২৩ মে ৪০ পয়সা বাড়ে। ফলে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম গিয়ে ঠেকে ৮৭ টাকা ৯০ পয়সায়। এর পর গত ৩১ মে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে ৮৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর ২ জুন ৮৯ টাকা ৯০ পয়সা আর গতকাল সবশেষ ডলারের দাম নির্ধারণ করা হলো ৯১ টাকা ৯৫ পয়সা।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, আন্তর্জাতিক বাজারের পণ্যমূল্য বৃদ্ধি ও অভ্যন্তরীণ চাহিদার বৃদ্ধির কারণে ডলারের দাম বেড়েছে। দেশে চাহিদার তুলনায় সে পরিমাণ যোগান বাড়েনি। সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার ছেড়েছে। তবুও ঘাটতি কমেনি। সে ক্ষেত্রে ডলারে মূল্য সমন্বয় ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ রিজার্ভ থেকে ডলার ছাড়লে বিপদ বাড়বে।

তিনি আরও বলেন, ডলারের মূল্য বৃদ্ধি বাজারের ওপর ছেড়ে দেয়া বাংলাদেশ ব্যাংকের সঠিক সিদ্ধান্ত ছিল। এ সিদ্ধান্তেই যাতে থাকে। এ মূল্য বৃদ্ধিটাই সমাধান এনে দিতে পারে। মূল্য বৃদ্ধির ফলে ডলার ব্যয়ে মানুষ সাশ্রয়ী হবে। ডলারের  মূল্য বৃদ্ধির ফলে আমদানির অনেক খরচ কমবে। এবং বৈধ পথে রেমিট্যান্স বেড়ে যাবে।

আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বাড়ছে গত কয়েক মাস ধরে। রপ্তানি ও রেমিটেন্স থেকে আমদানি খরচ মেটানোর মত ডলার মিলছে না। এ কারণে ডলারের সরবরাহে টান পড়েছে, যা প্রধান এ বৈদেশিক মুদ্রার বাজারকে চড়া করে তোলে।

শেয়ার