Top

ঠাকুরগাঁওয়ে মাদক পাচার মোকাবেলায় কর্মশালা

০৭ জুন, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মাদক পাচার মোকাবেলায় কর্মশালা
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে “ বাংলাদেশের সীমান্তবর্তী বত্রিশটি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন মঙ্গলবার দুপুরে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রবীণ সাংবাদিক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিক রায়। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী ও পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা। সভায় বাংলাদেশ পুলিশ, সিআইডি, রাজস্ব বিভাগ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলায় মাদক পাচার, সরবরাহ, ব্যবহার, মামলা দায়ের ও আইনি জটিলতা নিয়ে বিষদ আলোচনা ও পাচার মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন। পরে পাচার রোধে সুপারিশ আকারে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার