Top

এক ডলার এখন ৯২ টাকা

০৭ জুন, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
এক ডলার এখন ৯২ টাকা
নিজস্ব প্রতিবেদক :

ডলারের বিপরীতে আরও কমল টাকার মান। বাংলাদেশ ব্যাংক আজ ব্যাংকগুলোর কাছ থেকে এক ডলারের বিপরীতে ৯২ টাকা নিয়েছে। যা গতকাল সোমবার ডলারের দাম ছিল ৯১ টাকা ৯০ পয়সা। ফলে এক দিনের ব্যবধানে টাকার মান কমল আরও ৫ পয়সা। আর এক মাসে কমেছে ৫ টাকা ৫৫ পয়সা। এছাড়া চলতি বছরের ডলারের বিপরীতে টাকার মান হারালো ১০ বার।

আজ মঙ্গলবার (৭ জুন) বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক আজ ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিনিময় মূল্য ৯২ টাকা ধরে ১২৯ মিলিয়ন ডলার বিক্রি করেছে। সব মিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরে ৬ বিলিয়ন বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেয়া হয়েছে। বাজারের চাহিদা-জোগানের ওপর নির্ভর করে ডলারে দাম নির্ধারণ করা হচ্ছে। বাফেদা ও এবিবি পর্যবেক্ষণ করে দেখছে বাজারে ৯২ টাকা চলছে। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করেছে।

শেয়ার