বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, যেই মানুষটা আজ থেকে গত ১৩ বছর আগে বাই সাইকেল চালাতেন সে আজ মটর সাইকেল চালায়। ১৩ বছর আগে যে মোটরসাইকেল চালাতেন আজকে সে প্রাইভেটকার চালাচ্ছে। শুধু যে আওয়ামীলীগের লোকজন মোটাতাজা হয়েছে তা নয়। বরং ১৩ বছরে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।
মঙ্গলবার ৭ জুন বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর পি এস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রত্যেক ঘরে-ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া, লক্ষ-লক্ষ কিঃ মিঃ পাকা রাস্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। যে জায়গায় রাস্তা পাকা এবং বিদ্যুৎ আছে, সে জায়গা এখন গ্রাম থেকে শহরে রুপান্তরির হয়েছে।
এসময় পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে মির্জা আজম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পদ্মা সেতুর কাজ হাতে নেয়া হয়েছিল। এই পদ্মা সেতুর বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। পদ্মা সেতুর কাজ যখন ধরা হয়েছে তখন বিশ্ব ব্যাংক অর্থায়ন করার কথা এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ব ব্যাংক সেই পদ্মা সেতুতে অর্থায়ন করা থেকে দূরে সরে দাড়ায় এবং শেখ হাসিনা তখন পদ্মা সেতু নির্মাণ চ্যলেন্স হিসেবে নিয়েছিল।
এসময় মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।