Top

কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন ৬ জন

০৮ জুন, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন ৬ জন
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (মহাব্যবস্থাপক) পদ থেকে নির্বাহী পরিচালক (ইডি) পদে ছয় জন পদোন্নতি পেয়েছেন। এছাড়া পরিচালক পদে চারজন ও অতিরিক্ত পরিচালক পদে দুইজন।

বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১: ২৭৪/২০২২ মোতাবেক সহকারী মুখপাত্র ও কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক (মহাব্যবস্থাপক) আবুল কালাম আজাদকে নির্বাহী পরিচালক (এক্স-ক্যাডার পাবলিকেশন্স) হিসেবে পদোন্নতি দিয়ে ওই বিভাগে বহাল করা হয়েছে।

এছাড়া নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পাওয়া পাঁচজন হলেন: একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের পরিচালক (মহাব্যবস্থাপক) মো: ফোরকান হোসেন, কৃষি ঋণ বিভাগের পরিচালক (মহাব্যবস্থাপক) মো: আব্দুল হাকিম, চিফ ইকোনমিস্ট ইউনিটের পরিচালক (মহাব্যবস্থাপক) ড. মো: এজাজুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের পরিচালক (মহাব্যবস্থাপক) মানসুরা পারভীন এবং রাজশাহী অফিসের পরিচালক (মহাব্যবস্থাপক) এস. এম আব্দুল হাকিমকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি দেয়া হয়।

এদের মধ্যে আবুল কালাম আজাদ, মো: আব্দুল হাকিম, ড. মো: এজাজুল ইসলাম, মানসুরা পারভীন, এস.এম আব্দুল হাকিম আজ বুধবার এবং মো: ফোরকান হোসেন গতকাল মঙ্গলবার পদোন্নতি পান।

আবুল কালাম আজাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে করেছেন আবুল কালাম আজাদ। ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন।

তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান। তার স্ত্রী রোকেয়া খাতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের পরিচালক হিসেবে কর্মরত। তাদের তিন সন্তান রয়েছে।

আবুল কালাম আজাদ দুস্থদের সহায়তায় কাজ করা যশোরের ভাটাই-নূরজাহান অরফ্যান্স ফ্রেন্ড সংগঠনের নির্বাহী উপদেষ্টা ও ডোনার।

মো: ফোরকান হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন মো: ফোরকান হোসেন। তার কর্মজীবন শুরু ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ ও একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টেসহ চট্টগ্রাম অফিসে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজরী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।

বিপি/আরআর

শেয়ার