Top

হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ভর্তুকি সুবিধা

০৮ জুন, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ভর্তুকি সুবিধা
নিজস্ব প্রতিবেদক :

হালকা প্রকৌশল পণ্য ( লাইট ইঞ্জিনিয়ারিং) খাতে রপ্তানিতে ভর্তুকি সুবিধা দেবে সরকার। দেশের সম্ভাবনাময় হালকা প্রকৌশল খাত বিকশিত করতে এ সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নগদ সহায়তা বা প্রণোদনা পেতে পণ্য জাহাজীকরণের ১৮০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

বুধবার (৮ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

হালকা প্রকৌশল পণ্য (লাইট ইঞ্জিনিয়ারিং) খাত বিকশিত করতে এ সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সহায়তা পেতে আমদানি ও রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক থাকতে হবে। এতে হালকা প্রকৌশল খাত আরও বিকশিত হবে, দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।

হালকা প্রকৌশল পণ্যসমূহের মধ্যে রয়েছে- বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকুমুলেটর ব্যাটারি, সোলার ফটো-ভল্টিং মডিউল, বিভিন্ন খেলনাসামগ্রী ও এর উপকরণ ইত্যাদি।

হালকা প্রকৌশল খাতে রপ্তানির বিপরীতে ভর্তুকি সংশ্লিষ্ট ফরেন একচেঞ্জ প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

বিপি/ আরআর

শেয়ার