Top

একসঙ্গে ১৭ প্রাণের বিনিময়ে বজ্রনিরোধক যন্ত্র পেল শিবগঞ্জবাসী

১০ জুন, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
একসঙ্গে ১৭ প্রাণের বিনিময়ে বজ্রনিরোধক যন্ত্র পেল শিবগঞ্জবাসী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বজ্রপাত থেকে রক্ষা পেতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪টি স্থানে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। সংশ্লিটরা বলছেন, এই বজ্রনিরোধক যন্ত্র মোবাইলের মাধ্যমে পরিচলনা যাবে এবং কমে আসবে বজ্রপাতে মৃত্যুর মিছিল।
সম্প্রতী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শিবগঞ্জ উপজেলার মনাকষা ও পাঁকা ইউনিয়নে একটি করে, শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি ও উপজেলার সোনামসজিদ এলাকার দুটি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। তবে এতেও থেমে নেই বজ্রপাতে মৃত্যুর মিছিল। গতকাল বৃহস্পতিবার (০৯ জুন) উপজেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
স্থানীয়রা বলছেন, গত তিন বছর থেকেই এই এলকাই বজ্রপাতে নিহত সংখ্য বেড়েই চলছে। চলতি বছরের গত ১৯ মে বজ্রপাতে বাবা ছেলের ‍মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের ৪ আগস্ট বজ্রপাতে একসঙ্গে ১৭ জনের মৃত্যু হয়েছিল। তাই যদি এই বজ্রনিরোধক যন্ত্রে বজ্রপাত আটকাতে পারে তাহলে আমাদের জীবনে স্বস্থি ফিরে আসবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের শিবগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আল-আমিন জুয়েল বলেন, আমার বাড়ি শিবগঞ্জের সীমান্তবর্তী পাঁকা ইউনিয়নে। গত বছরের বজ্রপাতে এক সঙ্গে ১৭ জনের মৃত্যুর ঘটনার পর এলাকার মানুষ আতক্কিত ছিলেন। এই বজ্রনিরোধক যন্ত্র স্থাপনের পর একটু স্বস্তি পেয়েছে।
তিনি আরও বলেন, যেহুতু পুরো ইউনিয়ন দুর্গমচর তাই মানুষ মাঠে কাজ করতে ভয় পাচ্ছিলেন। আকাশে একটু মেঘ দেখা গেলেই এলাকাবাসী বাড়িতে অবস্থান নিত। তবে আশা করা যাচ্ছে, এমন অনাঙ্কিত ঘটনা আর ঘটবে না এই যন্ত্র স্থাপনের ফলে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সম্প্রতী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে উপজেলা ৪টি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। তবে এই উপজেলা অনেক বড় হওয়ার মোট চারটি বজ্রনিরোধন যন্ত্রে পুরো নিয়ন্ত্রন করতে সক্ষম হবে না। এজন্য পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানেই এই যন্ত্র স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, এই বজ্রনিরোধক যন্ত্র মোবাইলের মাধ্যমে পরিচলনা করা যাবে। এই যন্ত্রের প্রায় ১০০ মিটারের মধ্যে কোন বজ্রপাত হবে না বলে আশা করা হচ্ছে। আর এই যন্ত্রে কতগুলো বজ্রপাত আটকাতে পেরেছে তা মোবাইলেই দেখা যাবে।
উল্লেখ্য, গত বছরের ০৪ আগস্ট দুপুরে শিবগঞ্জ উপজেলায় পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে নদীর ধারে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছিল।
শেয়ার