Top

বিলম্ব ফি কমালো জবি

১১ জুন, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
বিলম্ব ফি কমালো জবি
জবি প্রতিনিধি :
করোনা মহামারির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের অনেকেই যথাসময়ে ভর্তি  ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি যথাসময়ে দিতে পারেনি। ফলে বিলম্বজনিত কারণে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়। এই অতিরিক্ত ফি কমিয়ে তিনশত টাকা নির্ধারণ করেছে জবি প্রশাসন। তবে যাদের জন্য বিলম্ব ফি প্রযোজ্য শুধু তারাই এই সুবিধা পাবে বলেও জানানো হয়েছে।
শনিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
ওহিদুজ্জামান জানান, এক্ষেত্রে জরিমানা প্রযোজ্য এমন শিক্ষার্থীদের জন্য মানবিক দিক বিবেচনায় ৩০ জুন পর্যন্ত তিনশত টাকা জরিমানা দিয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
তিনি আরও জানান, পহেলা জুলাই হতে পূর্বের ন্যায় যথারীতি বিলম্ব ফি’র নিয়ম বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময় পরবর্তী প্রথম মাসে বিলম্ব ফি বাবদ ৩০০ টাকা করে নেয়া হয়। পরবর্তী মাসগুলোতে ১০০০ টাকা হারে বিলম্ব ফি যোগ হতে থাকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীরা যেন সঠিক সময়ে ফি পরিশোধ করে এজন্যই এই জরিমানা ফি। শিক্ষার্থীদের মোবাইলের খরচ মাসে অনেক টাকা আসে। আর সেমিষ্টার ফি অল্প টাকা সঠিক সময়ে দিলেই হয়।
এর আগে করোনা পরবর্তী সময়ে অসহনীয় বিলম্ব ফি দিতে গিয়ে দিশেহারা হয়ে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেমিষ্টার ফি দিতে গিয়ে অনেক শিক্ষার্থীর বিলম্ব ফি দ্বিগুণ থেকে তিনগুণ গুণতে হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসচ্ছল শিক্ষার্থীরা রেজিষ্ট্রারের নিকট জরিমানা মওকুফের আবেদন করলে সেটি নাকচ করে দেন এবং উপাচার্য বরাবর আবেদন করার পরামর্শ দেন। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নূন্যতম একটি ফি নির্ধারণ করে দেন।
বিপি/ এমএইচ
শেয়ার