Top

নোয়াখালীর সুবর্ণচের ১২২৫লিটার সয়াবিনতেল জব্দ

১২ জুন, ২০২২ ২:০১ অপরাহ্ণ
নোয়াখালীর সুবর্ণচের ১২২৫লিটার সয়াবিনতেল জব্দ
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মুজদকৃত ১২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার ভোরে চরজব্বার ইউনিয়নের আবুল মেম্বার সমাজ মসজিদের পাশ্ববর্তী বেলালের বাড়ির একটি গরু রাখার পরিত্যাক্ত ঘর থেকে তেলগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, একটি পরিত্যাক্ত গরু ঘরের মধ্যে কোন অসাধু ব্যবসীয় বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজ হাসানের নেতৃত্বে রোববার ভোরে চরজব্বার থানা পুলিশের একটি দল বেলালের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রেশ ব্যান্ডের ৫লিটারের ৬২কাটুন সয়াবিন তেল জব্দ করা হয়, প্রতি কাটুনে ৫লিটারের ৪টি করে বোতল রয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত তেলগুলো আদালতে জমা দেওয়া হবে। এ বিষয়ে আদালত থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।

বিপি/এএস

শেয়ার