করোনার কারণে দুই বছর ঋণ পরিশোধে বিশেষ সুবিধা পেয়েছিল ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি উন্নতি হওয়াতে চলতি বছরের শুরু থেকে সে সুবিধা তুলে দেয়া হয়। এর ফলে মার্চে খেলাপি ঋণের অংক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তাই এর প্রভাব পড়েছে ব্যাংকের মূলধন সংরক্ষণে।
চলতি বছরের মার্চ শেষে সরকারি-বেসরকারি দশ ব্যাংকে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের থেকে ৯ দশমিক ২৯ শতাংশ বেশি। গত ২০২১ সালের মার্চ শেষে ঘাটতি ছিল ২৪ হাজার ৭৮৩ কোটি টাকা।
তবে গত ডিসেম্বর প্রান্তিক তুলনায় চলতি বছরের মার্চ শেষে ঘাটতির অংক কমেছে। মার্চ শেষে ঘাটতি ৭ হাজার ৫০০ কোটি টাকা কমেছে। গত ডিসেম্বর শেষে ঘাটতি ছিল ৩৪ হাজার ৬৩৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মূলত ঋণের মান দিন দিন খারাপ হলেও আয় সেভাবে বাড়ছে না। যে কারণে বছরের পর বছর ধরে কিছু ব্যাংক বড় ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের শ্রেণিমান বিবেচনায় ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হয়। প্রভিশন ঘাটতি বাড়লে তার প্রভাব পড়ে মূলধনে। করোনকালে দেয়া বিভিন্ন সুবিধা তুলে নেয়াতে ব্যাংকখাতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। ২০২২ সালের মার্চ শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকায়। মোট ঋণের যা ৮ দশমিক ৫৩ শতাংশ। তিন মাস আগে ২০২১ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকা। সেই হিসাবে বছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ১৬৭ কোটি টাকা।
চলতি বছরের মার্চ শেষে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে মূলধন ঘাটতি রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও পদ্মা ব্যাংক।
ব্যাসেল নীতিমালার আলোকে ১০টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬ কোটি টাকা। তবে অনেক ব্যাংক প্রয়োজনের তুলনায় বেশি মূলধন রেখেছে। সব মিলিয়ে মার্চ শেষে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ব্যাংক খাতের গড় মূলধন সংরক্ষণের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৪১ শতাংশ। যা এক বছর আগে ছিল ১১ দশমিক ৬৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মার্চ শেষে বিশেষায়িত খাতের দুইসহ রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকের মূলধন ঘাটতি ২৪ হাজার ১৬৩ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ১২ হাজার ৮৭৭ কোটি টাকা ঘাটতি বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ সোনালীর দুই হাজার ৮২৯ কোটি টাকা। জনতার মূলধন সংকট ৯১৫ কোটি টাকা। এছাড়া অগ্রণী ব্যাংকে এক হাজার ৯৬৮ কোটি টাকা, রূপালী এক হাজার ৯৮৪ কোটি, বেসিক এক হাজার ৮২২ কোটি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি এক হাজার ৭৬৮ কোটি টাকা।
বেসরকারি খাতের তিনটি ব্যাংকের মূলধন সংকট ২ হাজার ৯২৪ কোটি টাকা। এর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের ঘাটতি ১ হাজার ৬৭০ কোটি টাকা, বাংলাদেশ কমার্সের ১ হাজার ১৪৯ কোটি টাকা এবং পদ্মা ব্যাংকে ১০৫ কোটি টাকা।