Top

পাবিপ্রবি শিক্ষার্থীদের এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ 

১৪ জুন, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
পাবিপ্রবি শিক্ষার্থীদের এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ 
পাবিপ্রবি প্রতিনিধি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) নিয়ে বিরূপ মন্তব্য ও নারী শিক্ষার্থীদের হেনস্তা এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাবনাস্থ এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারের কুশপুত্তলিকা দাহ করেছেন পাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মঙ্গলবার দুপুরে মানববন্ধন শেষে তারা এ অধ্যক্ষের  কুশপুত্তলিকা দাহ করেন। সাধারণ শিক্ষার্থী আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

 

মানববন্ধনে অংশ নিয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শেখ রাসেল বলেন, “এডওয়ার্ড কলেজ অধ্যক্ষ আমাদের নারী শিক্ষার্থীদের হেনস্তা করেছেন যেটি সমাজের সচেতন মহলে কখনোই গ্রহনযোগ্য নয়। এছাড়াও তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে ‘স্কুল’ বলে আখ্যায়িত করেছেন যেটি আপনারা সবাই ভিডিওতে দেখেছেন।একজন প্রতিষ্ঠান প্রধানের কাছে আমরা এ ধরণের মন্তব্য ও আচরণ কখনোই আশা করি না।আমরা এর বিচার চাই।উনাকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন,”একজন প্রতিষ্ঠান প্রধানের এরকম বাজে আচরণ আমাদেরকে হতাশ করেছে। উনার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই,উনার এ আচরণ কোনো শিক্ষকের পরিচয় বহন করে না।আমরা সমাজে নারীর অধিকার নিয়ে বাঁচতে চাই।আমি এর বিচার চাই।”

 

এর আগে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ  হুমায়ুন কবির মজুমদারের কলেজ ক্যাম্পাসে কোনো পূর্ব প্রচারনা ছাড়াই হুটহাট বহিরাগত নিধনের একটি অভিযানের ভিডিও ভাইরাল হয়। ভিডিও’র এক পর্যায়ে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় দেওয়া ও আইডি কার্ড দেখানো স্বত্ত্বেও বোরকার মুখোশ খুলতে বারবার ধমক দিতে থাকেন এবং আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে “স্কুল” আখ্যায়িত করে বলেন,ওটা ইউনিভার্সিটি নয়,প্রযুক্তি স্কুল’। এ ঘটনার প্রতিবাদে পাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করেন এবং এডওয়ার্ড কলেজ অধ্যক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

শেয়ার