Top

কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দরে কর্মহীন ৬হাজার শ্রমিক

১৬ জুন, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দরে কর্মহীন ৬হাজার শ্রমিক
শফিকুল ইসলাম বেবু,কুড়িগ্রাম :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে তলিয়ে গেছে কুড়িগ্রামের রৌমারী স্থল বন্দর এলাকা। গত একমাস ধরে বন্ধ রয়েছে আমদানী ও রফতানী কার্যক্রম। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। ব্যবসায়ীদেরও লোকসান গুণতে হচ্ছে। তবে এই কার্যক্রমের সাথে জড়িত ৬ হাজার শ্রমিক এখন কাজ হারিয়ে বেকার বসে আছে। ফলে চরম ভোগান্তির মধ্যে কাটছে তাদের দিন।

সরজমিন কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দরটিতে গিয়ে দেখা যায় বেহাল অবস্থা। ভারত থেকে নেমে আসা জিঞ্জিরাম নদীর ঢলে তলিয়ে গেছে বন্দরের কোয়ারীগুলো। ফলে সুনসান নিরবতা বিরাজ করছে সেখানে। কিছুদিন আগেও যেখানে ছিল কর্মচাঞ্চল্য আর মানুষের কোলাহল। আজ তা স্থবির হয়ে পরেছে। স্থল বন্দরের রাস্তার দু’পাশে জমে আছে পানি। সেখানে পানির মধ্যে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের পাথর ও উন্নতমানের বালু। ডিপোগুলোতে পাথর আছে পাথর ভাঙ্গা মেশিন আছে কিন্তু নেই মানুষ। ফলে বিরান অবস্থায় পরে আছে স্থলবন্দটি। প্রায় একমাস ধরে বন্দরটির আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ৬ হাজার শ্রমিক বেকার পরে আছে। দীর্ঘদিন কর্মহীন থাকায় শ্রমিকদের পরিবারে নেমে এসেছে অর্থনৈতিক সংকট। অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।

বন্দরের লেবার সর্দার অখিল চন্দ্র জানান, একমাস ধরে কাজ বন্ধ থাকায় স্ত্রী সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটছে তাদের। চেয়ারম্যান মেম্বারদের কাছে গেলে তারা জানায় তোমরা বন্দরে কাজ করে অনেক টাকা পয়সা পাও। তোমাদের ত্রান দেয়া যাবে না। ফলে স্থানীয়ভাবে কাজ না থাকায় এসব শ্রমিকরা মানবেতরভাবে জীবন যাপন করছে। তিনি আরো জানান, তালিকা করে অতিদরিদ্র শ্রমিকদের সাহায্য করা দরকার।

এদিকে স্থল বন্দর ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বন্দরটিতে শতাধিক ব্যবসায়ীর ডিপো রয়েছে। বর্তমানে আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মাঠ তলিয়ে যাওয়ায় পাথর ভাঙ্গার কাজ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা।
রৌমারী স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভারতে স্থল বন্দরের যাতায়াত সড়কটি তলিয়ে গেছে। ফলে একমাস ধরে আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ৬ হাজার শ্রমিক বেকার হয়েছে। এছাড়াও এই কাজের সাথে যারা জড়িত তারাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে সরকার হারাচ্ছে রাজস্ব।

বিষয়টি নিয়ে রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ জানান, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ৬ হাজার শ্রমিক অত্যন্ত অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। শ্রমিকদেরকে দ্রুত সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কাছে দাবী জানান এই জনপ্রতিনিধি।

 

শেয়ার