Top

ময়মনসিংহে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১৭ জুন, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
ময়মনসিংহে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :
ময়মনসিংহের সদর, নান্দাইল ও ধোবাউড়ায় পৃথকস্থানে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নান্দাইলে ফুটবল খেলার সময় তিন কিশোর এবং মাছ ধরার সময় সদর উপজেলায় দুইজন ও ধোবাউড়ায় একজন মারা যায়। শুক্রবার দুপুরে এসব ঘটনা ঘটে।
নান্দাইলে নিহতরা বারই গ্রাম মাদরাসার ছাত্র বলে স্থানীয়রা জানায়। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, শুক্রবার দুপুর একটার দিকে নান্দাইল উপজেলার গাংইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেযা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- গাংগাইল গ্রামের মাওলানা শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)।
ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। এদিকে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানায়, ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে হাসেন আলী মন্ডলের ছেলে আবু বাক্কার (৪০) ও পচা মিয়া ছেলে জাহাঙ্গীর আলম (৩০) বজ্রপাতে মারা যায়।
অপরদিকে ধোবাউড়া উপজেলার ঘোঘড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চর মোহনি গ্রামের আব্দুল গফুরের ছেলে আবু সাঈদ (৩০) মারা যায়।
শেয়ার