Top

বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবার নির্দেশ

১৯ জুন, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এসব এলাকায় পানিতে ডুবেছে বিভিন্ন ব্যাংকের শাখা-উপশাখা। ফলে যেসব শাখা-উপশাখায় ব্যাংকিং কার্যক্রম করা সম্ভব হচ্ছে না তা বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখায় জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। আপনাদের ব্যাংকের যে সকল শাখা ও উপশাখাসমূহে বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সে সব শাখা ও উপশাখাসমূহের কার্যক্রম বন্ধ রেখে গ্রাহকদেরকে নিকটবর্তী শাখা হতে জরুরি ব্যাংকিং সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদেরকে সংশ্লিষ্ট শাখা ও উপশখা হতে ব্যাংকিং সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিপি/এএস

শেয়ার