Top

কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি চুক্তিভিত্তিক নিয়োগ চাচ্ছে ‘আউটসোর্সিং’ কর্মীরা

১৯ জুন, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি চুক্তিভিত্তিক নিয়োগ চাচ্ছে ‘আউটসোর্সিং’ কর্মীরা
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকে আউটসোসিং মাধ্যমে অনেক কর্মীরা সেবা দিয়ে থাকেন। এদের নিয়োগ দিয়ে থাকে সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান অরনেট কোম্পানি। এর ফলে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তাই সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছে সরাসরি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন জানিয়েছেন এসব কর্মীরা।

রোববার (১৯ জুন)  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়, জীবিকার সন্ধানে বাংলাদেশ ব্যাংকে অরনেট কোম্পানীর মাধ্যমে আউটসোর্সিং-এ (এমএলএসএস) পদে চাকুরিতে যোগদান করি। যোগদানের সময় আমাদের অনেকের সরকারি-বেসরকারি চাকুরির বয়স ছিল। দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি। এখন অনেকের বয়স শেষে হয়ে গেছে। তাই কোথাও এখন চাকরি নেয়ার সুযোগ নেই।

অর্থ মন্ত্রণালয়ের ‘আউটসোসিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০১৮’ কর্মচারি সরবারাহকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবা প্রদানকারির সঙ্গে সেবা ক্রয়ের চুক্তি করতে পারবে। আমরা সেই নীতিমালা অনুযায়ী গভর্নরের কাছে মানবিক আবেদন করেছি যেন কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে সরাসরি চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে ‘আউটসোর্সিং বন্দোবস্ত নীতিমালা’ শীর্ষক সার্কুলার উল্লেখ করে তারা বলেন, বিভাগীয় শহরসহ নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন-ভাতাদি হবে ২৪ হাজার টাকা, অন্যান্য জেলা শহরে ২১ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে ন্যূনতম বেতনভাতাদি হবে ১৮ হাজার টাকা। এ নির্দেশনা থেকে বঞ্চিত বলে দাবি করেছেন ‘আউটসোর্সিং’ কর্মীরা।

তারা বলেন, ২০১৮ সালের নিয়মনুযায়ী সেবা ক্রয়ের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মাসিক সেবা মূল্য ১৯ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমানে আমাদের বেতন দেওয়া হয় ১৭ হাজার ৬১০ টাকা। আগে দুটি ঈদ বোনাস ও নববর্ষ ভাতা দেওয়া হতো, যা বর্তমানে বন্ধ রয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে দ্রব্যমূল্য ৩৫ শতাংশ থেকে ৯৫ শতাংশ বেড়েছে। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির ফলে ‘আউটসোর্সিং’ কর্মীরা পরিবার নিয়ে সংসার চালাতে পারছেন না। বাড়তি খরচ মেটাতে গিয়ে ঋণের পাল্লা বেড়ে যাচ্ছে। ফলে পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে জীবন যাপন করছেন। ছেলে-মেয়েদের ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করানো সম্ভব হচ্ছে না।

চিঠিতে তারা আরও বলেন, দীর্ঘ দিন কাজ করে আমরা বাংলাদেশ ব্যাংকের ভালোবাসা ও মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। আমরা যাতে বাকি জীবন এ প্রতিষ্ঠানে কাজ করতে পারি এবং বাংলাদেশ ব্যাংক থেকে সম্মানজনকভাবে বিদায় নিতে পারি, সে জন্য আপনি (গভর্নর) আমাদের একটি সুব্যবস্থা করে দিতে পারেন।

ভবিষ্যতের কথা চিন্তা করে মানবিক বিবেচনায় সরাসরি সেবাদানকারীর সঙ্গে চুক্তিতে নিয়োগ দিতে গভর্নরের কাছে আবেদন করেছেন কেন্দ্রীয় ব্যাংকে ‘আউটসোর্সিং’ সেবায় নিয়োজিত কর্মীরা।

শেয়ার