Top

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মকবুল হোসেন

২১ জুন, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মকবুল হোসেন
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) অতিরিক্ত পরিচালক (ডিজিএম) মোঃ মকবুল হোসেন।

মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়। এর আগে গত ১২ জুন তা‌কে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

মকবুল হোসেন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট (বর্তমানে ফরেক্স রিজার্ভ ও ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট), ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, সচিব বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও সর্বশেষ ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিতে লিয়েনে কনসালটেন্ট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশের বাইরে তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এর মুম্বাইস্থিত প্রধান কার্যালয়ে অনলাইন কারেন্সী প্রোসেসিং সিস্টেম ও এর কার্যকারিতা সরেজমিনে পরিদর্শন এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেন। তিনি ২০০৭ সালে ব্যক্তিগত ক্যাটাগরিতে গভর্নর’স এওয়ার্ড (গোল্ড মেডেল) লাভ করেন।

মকবুল হোসেন ১৯৬৮ সালে রাজবাড়ি জেলার পাংশা থানার সূবর্ণকোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং এন্ড ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

শেয়ার