পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় নরসিংদীতেও বইছে আনন্দের জোয়ার। শনিবার দিনব্যাপী নানাবিধ অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি ভেলানগর এলাকার মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে গিয়ে শেষ হয় । সেখানে প্রধানমন্ত্রী কতৃক পদ্মা সেতুর উদ্বোধন বড় পর্দায় দেখানো হয়। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বিকেল ৩ টা থেকে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে প্রত্যয়ের জয়গান নামক এক কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে ভয়েজ অব মাইলস, গানকবি ব্যান্ড, ওয়ার ব্যান্ড, বাঁধনহারা থিয়েটার স্কুল, কন্ঠশিল্পী কোনাল ও নরসিংদীর স্থানীয় শিল্পী রানা এবং বাউল হুমায়ূন কবির গান পরিবেশন করবেন। কনসার্ট শেষে আতশবাজি প্রদর্শন করা হবে।