ডলারের বিপরীতে টাকার দাম ধারাবাহিকভাবে কমানো শুরু হয়েছে। আজ একবারে কমানো হয়েছে ৫০ পয়সা। এর ফলে সর্বশেষ প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা। আজ কেন্দ্রীয় ব্যাংক নতুন দামে ডলার বিক্রি করেছে। এর একদিনে আগে সোমবার লেগেছিল ৯২ টাকা ৯৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক আজ ৯৩ টাকা ৪৫ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি খাতের আমদানি ও বেসরকারি খাতে আমদানি হওয়া খাদ্যপণ্যের বিল মেটাতে এ ডলার বিক্রি করা হয়।