সাধারণত জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাপ্ত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাসমূহকে স্মরণীয় করে রাখার জন্য মুদ্রিত হয়ে থাকে স্মারক মুদ্রা ও নোট। বাংলাদেশ ব্যাংক এসব স্মারক মুদ্রা ও নোট অবমুক্ত করে থাকে। ১৯৯১ সালে বাংলাদেশের বিজয়ের ২০তম বর্ষপূতিতে প্রথম স্মারক রৌপ্য মুদ্রা ও ২০১১ সালে বিজয়ের ৪০ বছর পূর্তিতে স্মারক নোট অবমুক্ত করা হয়। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৭টি স্মারক মুদ্রা ও ৮টি স্মারক নোট অবমুক্ত করেছে। স¤প্রতি জাতির গৌরবের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট অবমুক্ত করে বাংলাদেশ ব্যাংক।
স্মারক নোট বিনিময়যোগ্য নয় অর্থাৎ এই নোট দিয়ে কোন প্রকার কেনাকাটা করা যায় না। এ ধরনের নোট কেবল মাত্র সংগ্রহ করে রাখা যায়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ পর্যন্ত মুদ্রিত স্মারক নোট-
৪০ টাকার স্মারক নোট
পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিজয় লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১১ সালে ৪০ টাকার স্মারক নোট প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই নোটের সম্মুখ পিঠে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং পেছনের পিঠে রয়েছে ছয়জন মুক্তিযোদ্ধার প্রতিকৃতি। এটি ইস্যু করা হয় ২৬ ডিসেম্বর ২০১১ সালে। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।
৬০ টাকার স্মারক নোট
২০১২ সালে ভাষা আন্দোলনের ৬০ বছর উপলক্ষে ৬০ টাকা সমমূল্যের স্মারক নোট ছাপানো হয়। এর সম্মুখ পিঠে রয়েছে শহীদ মিনারের ছবি এবং পেছনের পিঠে রয়েছে ভাষা আন্দোলনে ৫জন শহীদের প্রতিকৃতি। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
২৫ টাকার স্মারক নোট
দ্যা সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ২৫ বছর পূর্তিতে ২০১৩ সালে ২৫ টাকার স্মারক নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। নীল, বেগুনী এবং লালের সমাহারে তৈরি এ নোটের সামনের দিকে জাতীয় স্মৃতিসৌধের ছবি, বাংলাদেশের পূর্ববর্তী টাকার ডিজাইন এবং ব্যবহৃত স্ট্যাম্পস, তিনটি হরিণ এবং একটি দোয়েল পাখি। এর অপর পৃষ্ঠে রয়েছে সিকিউরিটি প্রিন্টিং অফিসের হেডকোয়ার্টারের ছবি। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।
১০০ টাকার স্মারক নোট
বাংলাদেশের জাতীয় জাদুঘরের শতবর্ষ উপলক্ষে ২০১৩ সালে ১০০ টাকার স্মারক নোট বের করে বাংলাদেশ ব্যাংক। এটি লাল এবং নীল রঙের। এ নোটের সম্মুখ পিঠে রয়েছে ১৮ শতকের একটি টেরাকোটার ফলক যাতে দেখানো হয়েছে ঘোড়ায় চড়া একজন মানুষের প্রতিকৃতি এবং অপর পিঠে রয়েছে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
৭০ টাকার স্মারক নোট
২০১৮ সালের ২২ মার্চ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জল মুহূর্তকে স্মরণীয় রাখতে এ নোট ছাপানো হয়। এর সম্মুখ পিঠে রয়েছে শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মানচিত্র, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, বেতবুনিয়া স্যাটেলাইট কেন্দ্রের ছবি এবং পেছনের পিঠে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উপগ্রহের কক্ষপথে; পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকার স্মারকে নোট
২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাজারে ১০০ টাকার স্মারক নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এ স্মারক নোটের সম্মুখভাগের বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং নোটের ব্যাকগ্রাউন্ডে ‘বঙ্গবন্ধুর স্বাক্ষর ডিজাইন হিসেবে মুদ্রিত রয়েছে। নোটের ওপরের অংশে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং নিচের অংশে ‘মুজিব বর্ষ’ লেখা রয়েছে। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
৫০ টাকার স্মারক নোট
২০২১ সালে বাংলাদেশের ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি এবং নোটের ডানদিকে জলছাপ এলাকার নিকটে স্মারক লোগো মুদ্রিত রয়েছে। এছাড়া নোটের পেছনভাগে ‘১৯৭১ : মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা’ শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের একটি ছবি মুদ্রিত রয়েছে। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট
জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু উপলক্ষে ২০২২ সালের ২৬ জুন ১০০ টাকার স্মারক নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এ নোটের এক পিঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে রয়েছে পদ্মা সেতুর ছবি। উপরের অংশে লেখা রয়েছে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’। নোটের অন্য পিঠে মুদ্রিত হয়েছে পদ্মা সেতুর ছবি। স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক এখন পর্যন্ত যেসব স্মারক মুদ্রা মুদ্রিত হয়েছে। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ২০০১ সালে স্বর্ণ মুদ্রা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে স্বর্ণ মুদ্রা, বিজয়ের ২০তম বছর পূর্তিতে ১৯৯১ সালে রৌপ্য মুদ্রা, গ্রীম্মকালীন অলিম্পিক গেমস উপলক্ষে ১৯৯২ সালে রৌপ্য মুদ্রা, স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে ১৯৯৭ সালে রৌপ্য মুদ্রা, বাংলাদেশ ব্যাংকের রজত জয়ন্তী উপলক্ষে ১৯৯৭ সালে রৌপ্য মুদ্রা, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে ১৯৯৮ সালে নিকেল মুদ্রা, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে ১৯৯৮ সালে রৌপ্য মুদ্রা, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ২০১১ সালে রৌপ্য মুদ্রা, বাংলাদেশের বিজয়ের ৪০ বছর উপলক্ষে ২০১১ সালে রৌপ্য মুদ্রা, বিদ্রোহী কবিতার ৯০ বছর উপলক্ষে ২০১১ সালে রৌপ্য মুদ্রা, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২০১১ সালে রৌপ্য মুদ্রা, জাতীয় জাদুঘরের শতবর্ষ উপলক্ষে ২০১৩ সালে রৌপ্য মুদ্রা, বঙ্গবন্ধুর জন্মশর্তবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে রৌপ্য মুদ্রা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সালে রৌপ্য ও স্বর্ণ মুদ্রা এবং বাংলাদেশ-জাপান ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ২০২২ সালে রৌপ্য মুদ্রা মুদ্রিত হয়
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নোট ছাপা হয়। ১৯৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। এর প্রায় সবই বাজারে আসে ১৯৭২ থেকে ’৭৬ সালের মধ্যে। পরে ১৯৭৯ সালে ২০ টাকার নোট ও ১৯৮৮ সালে ২ টাকার নোট ছাড়া হয়। ২০০৮ সালে প্রথম বাজারে আসে ১০০০ টাকার নোট। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে ২০০ টাকার নোট ছাড়া হয়।