আর মাত্র কয়েকদিন পরই পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। দুয়ারে ঈদ কড়া নাড়লেও পোশাকের মার্কেটগুলোতে ক্রেতাদের তেমন আনাগোনা নেই। এমনকি দিনের বেশিরভাগ সময় ক্রেতাদের দেখাই পাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে তাদের অলস সময় পার করতে হচ্ছে।
শুক্রবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকার অধিকাংশ মার্কেটে ক্রেতাদের তেমন আনাগোনা নেই। ক্রেতা না থাকায় পোশাক ব্যবসায়ী ও কর্মীদের কেউ কেউ গল্প করে সময় পার করছেন। আবার কেউ কেউ মোবাইলে গেম খেলে কিংবা গান শুনে সময় পার করছেন।
টিকাটুলির রাজধানী সুপার মার্কেট, খিলগাঁওয়ের তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, শান্তিনগরের টুইন টাওয়ার মার্কেট, মালিবাগের ফরচুন মার্কেট, মৌচাক মার্কেট, নয়াপল্টনের পলওয়েল মার্কেটের সব ক’টিতেই ক্রেতাদের সংকট দেখা গেছে। এসব মার্কেটের ব্যবসায়ীরা যেন তীর্থের কাকের মতো ক্রেতার অপেক্ষায় রয়েছেন।
ব্যবসায়ীরা জানান, গত রোজার ঈদে পোশাকের ভালো বেচা-কেনা হয়েছে। কোরবানীর ঈদকেন্দ্রিক ভালো ব্যবসা হবে না, এমন ধারণা আগেই ছিলো। সে কারণে এবার ব্যবসায়ীরা ঈদকেন্দ্রিক বিনিয়োগ কম করেছেন। তবে যেটুকু প্রত্যাশা ছিলো, সেরকম ক্রেতাও পাওয়া যাচ্ছে না।
তারা বলছেন, সবসময় কোরবানির ঈদে সবার নজর থাকে পশুর হাটের দিকে। এ সময় নতুন পোশাক কম বিক্রি হয়। তার ওপর এবার বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এর ফলে খরচের লাগাম টানতে বেশিরভাগ মানুষই হিমশিম খাচ্ছে। সবকিছু মিলিয়ে পোশাকের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।
রাজধানী সুপার মার্কেটের একটি পোশাকের দোকানে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা বসে গল্প করছেন। এদের মধ্যে একজন বলেন, ঈদকেন্দ্রিক আমাদের কোনো বিক্রি নেই। দেখেন, এখানের সব দোকান খালি। কারও বিক্রি নেই। যে বিক্রি হচ্ছে, তা দিয়ে দোকান ভাড়াই উঠবে না।
তিনি আরও বলেন, কোরবানির ঈদকেন্দ্রিক নতুন পোশাক বিক্রি কম হয়। তবে এতো কম এর আগে হয়নি। এবার বিক্রি একেবারেই নেই।
বিপি/ আইএইচ