Top
সর্বশেষ

আমার নাম নিতে ওজু কইরা নিয়েন: কাদের মির্জাকে নিক্সন চৌধুরী

২০ জানুয়ারি, ২০২১ ১:১৯ অপরাহ্ণ
আমার নাম নিতে ওজু কইরা নিয়েন: কাদের মির্জাকে নিক্সন চৌধুরী

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে জয়ী মেয়র কাদের মির্জাকে কটাক্ষ করে নিক্সন চৌধুরী বলেছেন, আপনার মতো টোকাই মেয়র মোবাইলে ফেসবুকে কথা বলে ভাইরাল হইয়েন না। নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের শক্তিতে চলে না।

কাদের মির্জাকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী কলেন, আমার নাম নিতে অজু করে নিয়েন।

মঙ্গলবার এক সভায় ফরিদপুরের চরভদ্রাসনে নিক্সন চৌধুরী এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের এই নেতাকে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’ বলেও আখ্যা দেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগ নেতা মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

নিক্সন বলেন, ‘পাগল ঠিক করার ওষুধ জনগণের জানা আছে। বড় পাগল ঠিক হইছে। আর আপনি তো ছাগলের তিন নম্বর বাচ্চা।’

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের প্রচারে দলীয় কয়েক জন সাংসদসহ অনেকের সমালোচনা করে আলোচনায় আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা।

সে সময় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নিক্সন চৌধুরীকে নিয়েও সমালোচনা করেন কাদের মির্জা। এ নিয়ে ক্ষুব্ধ হন নিক্সন।

ফরিদপুরের ভাঙ্গায় গত রোববার এক অনু্ষ্ঠানে কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে নিক্সন বলেন, ‘সরকারকে অনুরোধ করব এসব পাগল বাইরে রাখা উচিত না। যথাশিঘ্রই পাবনায় পাঠানো উচিত…না হলে গণধোলাই এমন খাবে যে চেহারা চেনা যাবে না।’

এরপর কাদের মির্জা সাংবাদিকদের বলেন, ‘সে (নিক্সন) তো দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাকে গণধোলাই দিতে পারলে দিক। আমি শেখ সেলিমকে অনুরোধ করেছি, তাকে সামাল দেয়ার জন্য।’

পাল্টা জবাবে মঙ্গলবার বিকেলে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নে আলোচনা সভায় নিক্সন বলেন, ‘হঠাৎ গত দুই-একদিনের মধ্যে নোয়াখালীর এক পাগল আমার পিছনে লাগছে, পাগল প্রতিদিন আমার বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে। এখন শুনি তিনি নাকি মেয়র হইছেন; আমাদের এক বড় নেতার ভাই। উনি বক্তৃতা দিয়া বলেন, সব এমপি নাকি মদ খান।

নিক্সন বলেন, যত বড় নেতার ভাই আপনি হোন না কেন আপনি সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর কথা বলেছেন, আপনার বিচার সকল সংসদ সদস্য করবে।

নিক্সন বলেন, ‘ওই ব্যাটা (কাদের মির্জা) ফুল পাগল, বেচারার বউ তিন-চার বছর ধরে অন্যখানে চলে গেছিলেন, আবার তাকে নিয়ে এসেছেন। ব্যাটা পাগল হবে না তো কী হবে।’

এর আগে কাদের মির্জা বলেছিলেন, নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করেছে।

এ বিষয়ে নিক্সন বলেন, ‘আমি মামলা খাইছি বইলা ভয় পাই না। আমার নামে ১০০ মামলা হলেও আমি ভয় পাই না। মামলা না হইলে নেতা হওয়া যায় না। আরে আমি তো চুরি করার জন্য মামলা খাই নাই। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা খাইছি।’

দ্বিতীয় ধাপের নির্বাচনে গত ১৩ জানুয়ারি নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনি সভায় কাদের মির্জা বলেছিলেন, ‘নিক্সনকে জিগাই আপনার বয়স কত। আমার রাজনৈতিক বয়স আপনার বয়সের চেয়ে বেশি। আপনি ত্যাগী নেতা কাজী জাফরউল্লাহকে হারাইয়া নির্বাচিত হয়েছেন ভোট চুরি করে। রাতে কী করেন এমপিরা? মদ ও নারী নিয়া থাকেন। আর পুলিশ আপনাদের স্যালুট দেয়।’

এর পর থেকেই দুই জনের মধ্যে চলছে রেষারেষি।

শেয়ার