Top

মূল্যস্ফীতি ও ডলার বড় চ্যালেঞ্জ: বিদায়ী গভর্নর ফজলে কবির

০৩ জুলাই, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
মূল্যস্ফীতি ও ডলার বড় চ্যালেঞ্জ: বিদায়ী গভর্নর ফজলে কবির
নিজস্ব প্রতিবেদক :

করোনার সময় অনেক চ্যালেঞ্জ ছিল। সবার ধারণা ছিল টিকা কার্যক্রম শেষ হলে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। কিন্তু বর্তমানে যে চ্যালেঞ্জ তার কোন সীমা নেই। আমি এক মেয়াদী চ্যালেঞ্জ রেখে বিদায় নিচ্ছি। মূল্যস্ফীতি ও ডলার রেট একটি বড় চ্যালেঞ্জ। আশা করি নতুন গভর্নর এটি শক্ত হাতে মোকাবেলা করবেন।

রোববার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী গভর্নর ফজলে কবির এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত সবগুলো সংগঠন যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। এতে সম্মানীয় অতিথি হিসেবে গভর্নর ফজলে কবিরের সহধর্মিণী ও সাবেক সচিব মাহমুদা শারমীন বেনু উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মুহাম্মদ সলীম উল্লাহ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরগন। সভাপতিত্ব করেন সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক এইচ এম দেলোয়ার হোসাইন।

বিদায়ী গভর্নর ফজলে কবির বলেন, দীর্ঘ ছয় বছরের শেষেও মনে হচ্ছে সেদিন এখানে এসেছি। এখানে এসে প্রথম কাজ ছিলো হারানো ইমেজ পুনরুদ্ধার করা। সেটা কতটুকু উদ্ধার করতে পেরেছি জানি না। তবে আমি চেষ্টা করেছি। এছাড়া কর্মকর্তাদের মনবল চাঙ্গা করা ছিলো আমার অনত্যম একটি কাজ।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পারফরম্যান্স অসাধারণ । অন্য কোন দেশে এমনটা পাওয়া যায় না। এখানে অনেক মেধাবীদের সমন্বয়ে আছে। দেশের অন্য কোন সরকারি প্রতিষ্ঠানেও এমনটা দেখা যায় না। যা আমি বাংলাদেশ ব্যাংকে এসে পেয়েছি।

তিনি আরও বলেন, ‘আমি দেশের অর্থনীতির জন্য যা করতে পেরেছি বাংলাদেশ ব্যাংক থেকে তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আর তা হল সম্মান যুক্ত ভালোবাসা। আমি সরকারের কাছ থেকেও অনেক সম্মান পেয়েছি। এর মধ্যে মুজিব বর্ষ, পদ্মা সেতুর স্মারক নোট আমার স্বাক্ষর রয়েছে। এটি অনেক সম্মানের।’

শেখ মুহাম্মদ সলীম উল্লাহ বলেন, ‘চাকরি জীবনে প্রশাসক হিসেবে গভর্নর ফজলে কবির যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার সংমিশ্রণে তিনি দক্ষতার সাথে আর্থিক খাতের নেতৃত্ব দিয়েছেন । অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে আমি তার সাথে কাজ করেছি। ব্যক্তি ও কর্ম জীবনে তিনি সবার জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।’

বিদায়ী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, রিজার্ভ হ্যাকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের যে ইমেজ সংকট তৈরি হয়েছে। এমন কঠিন মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের হারোন ইমেজ পুনরুদ্ধারে কাজ করেন। তিনি একজন মানবিক মানুষ। করোনার সময়ে অনেক ব্যাংক কর্মকর্তার প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া তিনি করোনাকালীন ব্যাংক খাতে অসাধারণ এক ভূমিকা রেখেছেন। যেখানে সবকিছু থমকে গিয়েছিল। তিনি ব্যাংক খোলা রেখে সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করে অর্থনৈতিক কর্মকণ্ড সচল রেখেছেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন গভর্নরের সাথে তাদের কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় তারা গভর্নরের নানা অর্জন ও অবদানের বিষয় তুলে ধরেন।

শেয়ার