Top

সুবিধাবঞ্চিত মানুষের ব্যাংকে সঞ্চয় কমেছে

০৭ জুলাই, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত মানুষের ব্যাংকে সঞ্চয় কমেছে
রোহান রাজিব :

দেশে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর ব্যাংক হিসাব বাড়লেও কমেছে এসব হিসাবে সঞ্চয়। তিন মাসের ব্যবধানে এসব মানুষের ব্যাংক হিসাব বেড়েছে ১ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে সঞ্চয় কমেছে ৩ দশমিক ২৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যাংকিং ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রয়েছে এজেন্ট ব্যাংকিং। এই দুই মাধ্যম দেশজুড়ে আর্থিক লেনদেনকে সহজতর করেছে। ফলে বিশেষ ব্যাংক হিসাবের বড় একটি অংশে লেনদেন হচ্ছে না। তাই দিন দিন কমে যাচ্ছে ব্যাংক হিসাবে আমানত।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের মার্চ শেষে ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার বিশেষ এসব অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৭৬ হাজার ৬৪০টি। এসব হিসাবে আমানতের পরিমাণ ২ হাজার ৮৬২ কোটি ৩৬ লাখ টাকা।

২০২১ সালের ডিসেম্বর শেষে ২ কোটি ৪৯ লাখ ৯৩১টি হিসাবে আমানতের পরিমাণ ছিল ২ হাজার ৯৫৭ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে হিসাব বেড়েছে ২ লাখ ৭৫ হাজার ৭০৯টি। আর আমানত কমেছে ৯৫ কোটি ৬৩ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিভিন্ন খাতে খোলা বিশেষ অ্যাকাউন্টগুলোর মধ্যে মোট ৩৯ শতাংশ অ্যাকাউন্ট কৃষকদের। ২০২২ সালের মার্চ শেষে কৃষকদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লাখ ৩২ হাজার ৩৩টি। আর এসব হিসাবে আমানত জমা রয়েছে ৫১২ কোটি ৩৫ লাখ টাকা।

কৃষকের পাশাপাশি বিশেষ ব্যাংক হিসাবধারীদের মধ্যে রয়েছে হতদরিদ্র, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী, খাদ্যনিরাপত্তা কর্মসূচি, তৈরি পোশাক শিল্পের শ্রমিক, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন শ্রমিক, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিশেষ ব্যাংক হিসাবগুলোর মধ্যে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় খোলা হয়েছে ৩৪ লাখ ৬৪ হাজার ৫৭৯টি। ২০২২ সালের মার্চ শেষে এসব হিসাবে জমার পরিমাণ ১৯২ কোটি ৯০ লাখ টাকা। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী ৯৩ লাখ ৭৭ হাজার ৮৩৭টি ব্যাংক হিসাবে ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা, খাদ্যনিরাপত্তা কর্মসূচির ৭২ হাজার ৬৯০টি হিসাবে ২ কোটি ৫৬ লাখ টাকা, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ১০ হাজার ১৭২টি ব্যাংক হিসাবে ২ কোটি ৯ লাখ, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের ৬ লাখ ২০ হাজার ৩৪২টি ব্যাংক হিসাবে ২৩৪ কোটি ৪৭ লাখ, পাদুকা শিল্পের শ্রমিকদের ৫০২টি ব্যাংক হিসাবে মাত্র ১২ লাখ ও প্রতিবন্ধীদের ৫ লাখ ৫৭ হাজার ৮৮৫টি ব্যাংক হিসাবে ৯৪ কোটি ৩৯ লাখ টাকা আমানত আছে। সরকারের ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের আওতায় খোলা ৬০ হাজার ৫৬টি ব্যাংক হিসাবে আমানত আছে ২৪ কোটি ৬৮ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের হিসাব রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৪৬৯টিতে আমানত রয়েছে ৭২১ কোটি ৪৭ লাখ টাকা।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মোট হিসাবের অধিকাংশই রয়েছে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে রয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৯৪৮টি হিসাব। যা মোট হিসাবের ৫৫ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে হিসাব রয়েছে ২৭ শতাংশ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে হিসাব রয়েছে ১৮ শতাংশ।

সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর মোট হিসাবের ৮৩ দশমিক ৫৫ শতাংশ রয়েছে ৫টি ব্যাংকে। যার মধ্যে অন্যতম হলো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এতে হিসাব রয়েছে ২৫ দশমিক ৭৯ শতাংশ আর আমানত রয়েছে ৩৭ দশমিক ৭৭ শতাংশ। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, এতে হিসাব রয়েছে ১৭ দশমিক ৬৮ শতাংশ আর আমানত রয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ। অগ্রণী ব্যাংকে হিসাব রয়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ আর আমানত জমা রয়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ এরপরে অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া, হিসাব রয়েছে ১১ দশমিক ৭৯ শতাংশ আর আমানত জমা রয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। এছাড়া জনতা ব্যাংকে হিসাব রয়েছে ১১ দশমিক ১১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেবা-বঞ্চিত জনগোষ্ঠীকে ১০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকা জমাকরণের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা যাচ্ছে। ২০১০ সাল থেকে কৃষকসহ আর্থিক সেবা প্রত্যাশী জনগোষ্ঠীর জন্য এ ধরনের অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এসব হিসাব সচল রাখতে ২০১৫ সালে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল করা হয়েছে। যেখান থেকে মাত্র সাড়ে ৯ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। ব্যাংকের এইসব গ্রাহককে কোনও চার্জ বা ফি দিতে হয় না। এসব গ্রাহকের হিসাবে ন্যূনতম স্থিতি রাখারও কোনও বাধ্যবাধকতা নেই।

শেয়ার