প্রজ্ঞাপন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত পদ্ধতিতে এডি ব্যাংকসমূহ অনিবাসী বাংলাদেশী ও বাংলাদেশের বংশভূত ব্যক্তির নামে অনিবাসী বৈদেশিক মুদ্রা জমা হিসাব খুলতে পারে। কিন্তু নতুন নির্দেশনায় বিদেশী নাগরিক, বিদেশে নিবন্ধিত কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, রপ্তানি প্রক্রিয়া অঞ্চল, বিশেষায়িত অঞ্চলে কার্যরত শতভাগ বিদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা প্রযোজ্য হবে।
জানা গেছে, এখন থেক রেফারেন্স ছাড়াই অনাবাসিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় (এনএফসিডি) সুদের হিসাব খোলার সাময়িক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ধরণের হিসাবধারী ব্যক্তিরা যতদিন ইচ্ছা ততদিন তাদের হিসাব পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশে ফেরত আসার পর যেকোন সময় এ রকম হিসাব খোলার অনুমতি পাবেন। এমনকি বাংলাদেশের অনাবাসিক নাগরিকরা দেশের ফেরত আসার পর অনুমোদিত ডিলারদের মাধ্যমে এনএফসিডি হিসাব খুলে বিদেশে থাকার সময় চাকরির চুক্তি অনুসারে প্রাপ্য অবসরভাতা, সাময়িক পেনশন, বোনাস ইত্যাদি গ্রহণ করতে পারবেন। হিসাবের ব্যালেন্স থেকে প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে কর বাদ দিয়ে বিদেশে চাকরির সময় পাওয়া টাকা গ্রাহককে দেওয়া হয়।