এখন থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ৩ শতাংশ সুদে ঋণ পাবেন রপ্তানিকারকরা। আগে যেখানে ২ শতাংশ সুদে ঋণ নিতে পারতেন।
বুধবার (২০ জুলাই) সার্কুলার জারি করে এই তহবিল থেকে ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১ দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ দেবে। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৩ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন রপ্তানিকারকরা।
একই দিনে জারিকৃত অপর একটি সার্কুলারের মাধ্যমে কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে। এই সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে আলোচ্য ব্যবস্থা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে।