জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হুসেন বলেছেন, ইমামরা হলেন সমাজের নেতা। ইমামদের কথাকেই সবাই আদর্শ হিসেবে মানেন এবং শুনেন। সুনামগঞ্জের আলেম ও ইমামরা অত্যন্ত প্রশসংসার দাবিদার, সু- শৃঙ্খল সমাজ গঠনে ইমামরা এখানে মুখ্য ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, সৌহার্দপূর্ণভাবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের সবাই মিলেমিশে বসবাস করে আসছেন। তিনি বৃহ¯পতিবার জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সুধীজন, ইমাম আলেম, ওলামা, স্কুলের ধর্মীয় শিক্ষকদের নিয়ে হাওর অঞ্চলের জনগনের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের সুরক্ষায় করনীয় শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্য রাখছিলেন।
এ সময় জেলা প্রশাসক আরও বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধেও ইমাম সমাজের প্রচার প্রচারণা ছিল উল্লেখযোগ্য। তাছাড়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ইমামদের অবদান অতুলনীয়। ইমাম সমাজ নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েও মানুষের পাশে ত্রাণ সামগ্রী বিতরণে ওতপ্রোতভাবে কাজ করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ মুখলিছুর রহমান, ডি,আই,টু। আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন এর উপ- পরিচালক মোসারফ হুসেন, ফিল্ড সুপারভাইজার মাওলানা নুরুল ইসলাম, মাষ্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন মাওলানা আশ্রাফ হুসেন। সেমিনারে ১০০ জন আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ সহ সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আতাউর রহমান লস্কর, মাওলানা, আব্দুল বাসীত, মাওলানা, নুর হুসেন, মাওলানা আবুসাইদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুহাইমিন সহ প্রমুখ।