Top
সর্বশেষ
সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মওদুদ আহমদ

২১ জানুয়ারি, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মওদুদ আহমদ

টানা ২২ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের ৮৪ নম্বর রোডের বাসায় ফেরেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও ঘুম ও ক্লান্তি রয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকাল সোয়া পাঁচটার দিকে এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং হিমোগ্লোবিন কমে গিয়েছিল। পরে চিকিৎসকেরা তাকে সিসিইউতে রাখার পরামর্শ দেন। ওই দিন থেকেই তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।

শায়রুর কবির খান বলেন, ‘স্যারের শরীরের অবস্থা উন্নতির দিকে। তবে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগের কারণে ঘুম ও ক্লান্তি আছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, নিয়মিত বিশ্রাম ও চিকিৎসাপথ্য গ্রহণের মধ্য দিয়ে তার শরীর আরও ভালো হবে।’

শেয়ার