Top

ময়মনসিংহে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

৩০ জুলাই, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
ময়মনসিংহে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি :

সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের যথাযথ অংশগ্রহণ এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সাধারণ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শীর্ষক এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সভাপতিত্বে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, কামরুল হক মারুফ, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়, এনামুল হক, জেলা প্রশাসক, আহমার উজ্জামান, পুলিশ সুপারসহ বিএসইসির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার